Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এ রাজ্যে সরকার গড়বে বিজেপি, বললেন অমিত

বিহারে ভাগ্য খুলবে কি না, স্পষ্ট নয়। তারমধ্যেই আজ বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন, পরের বছর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। একইসঙ্গে ইঙ্গিত দিলেন, দ্বিতীয় দফার জন্যও দলের সভাপতি পদে থাকতে পারেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ২০:১৬
Share: Save:

বিহারে ভাগ্য খুলবে কি না, স্পষ্ট নয়। তারমধ্যেই আজ বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন, পরের বছর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। একইসঙ্গে ইঙ্গিত দিলেন, দ্বিতীয় দফার জন্যও দলের সভাপতি পদে থাকতে পারেন তিনি।

ভোটের আগে যে কোনও রাজনৈতিক দলই দাবি করে থাকে, তারাই জিতবে। সে দিক থেকে অমিত শাহের মুখে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের দাবিতে অভিনবত্ব তেমন নেই। কিন্তু অমিত শাহ মনে করেন, বাস্তব ভিত্তি পর্যালোচনা করেই তিনি এই মন্তব্য করছেন। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অসমেও বিধানসভা ভোট রয়েছে। বিজেপি সভাপতির দাবি, এরমধ্যে পশ্চিমবঙ্গ ও অসমেই বিজেপি সরকার গঠন করবে। কেরলে বিজেপি এখনই সরকার গড়ার অবস্থায় নেই। তবে আগের থেকে ভালো ফল করবে। তামিলনাড়ুতেও এখনও রাজ্য দখলের পরিস্থিতি নেই। কিন্তু পশ্চিমবঙ্গে যে বিজেপিই সরকার বানাবে, সেটি নিশ্চিত।

সম্প্রতি রাজ্যের পুরভোটের ফলের উপরেও নজর রেখেছেন বিজেপি সভাপতি। আজ এক আলাপচারিতায় বলেন, ‘‘পুরভোটের ফল যাই হোক না কেন, বিধানসভায় ছবিটা বদলে যাবে। বিহার নির্বাচনের পর থেকেই সেখানে জোরকদমে প্রস্তুতি শুরু হবে।’’ এ বছর মে মাসে পুরভোটে রিগিং-এর পর অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গে যে ভাবে রিগিং হয়েছে, তাতে অবাধ ও সলুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব ছিল না। আমার জীবনে এত বড় আকারের রিগিং দেখিনি। পশ্চিমবঙ্গের পুরভোটকে জনমত হিসেবে দেখা উচিত নয়। বিধানসভা ভোটে এর পুনরাবৃত্তি হবে না। সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট হবে। আধাসামরিক বাহিনীও মোতায়েন থাকবে। তখন আরও স্বচ্ছভাবে ভোট হবে।

বিজেপি সূত্রের মতে, আজ যে ভাবে অমিত শাহ পরের বছর পশ্চিমবঙ্গ ও অসমে ভোট জেতার কথা বললেন, তাতে স্পষ্ট পরের বছরও তিনি সভাপতি হিসেবে থাকবেন। সেই ভোট তাঁর নেতৃত্বেই হবে। এ বছরের শেষেই দলের সাংগঠনিক নির্বাচন রয়েছে। দিল্লি বিধানসভা হারের পর দলের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছিল, বিহার নির্বাচন জিততে না পারলে তাঁর গদিও টলমল। কিন্তু অমিত শাহের কথায়, ‘‘হার-জিতের মাধ্যমে বিজেপিতে সভাপতি পদ নির্ধারিত হয় না। অনেক বছর ধরে তো বিজেপি কোনও রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় ছিল না। তখন কী দলের সভাপতি কাউকে করা হয়নি? সেরকম হলে তো একমাত্র দল নির্বাচনে জিতলেই সভাপতি থাকত, নচেৎ নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

amit shah bjp government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE