করোনাকালে বছর দুয়েক ধরে অনলাইনে পড়াশোনা এবং পরীক্ষার পর আবারও ক্লাসঘরে ফিরছেন সিবিএসইর দশম এবং দ্বাদশের পড়ুয়ারা। সম্প্রতি এক সার্কুলার জারি করে এমনই জানিয়েছে সিবিএসই বোর্ড। পাশাপাশি, আগামী বছর থেকে সিলেবাসেও (পাঠ্যক্রম) বেশ কিছু বদল ঘটবে বলে জানিয়েছেন সিবিএসই কর্তৃপক্ষ।
সিবিএসই সূত্রে খবর, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হবে। পাশাপাশি, দশম এবং দ্বাদশের সংশোধিত পাঠ্যক্রমে পড়াশোনা করতে হবে পড়ুয়াদের।
প্রসঙ্গত, করোনাকালে পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার বোঝা কমাতে সিলেবাসের ৩০ শতাংশ ছেঁটে ফেলা হয়েছিল। অর্থাৎ সিলেবাসের ৭০ শতাংশের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হয়েছিল। যদিও, চলতি বছর থেকেই তাতে বদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সিবিএসই। যদিও এ নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।