Advertisement
E-Paper

ফাঁকা পদ বাতিলের চিন্তা কেন্দ্রে

ক্ষমতায় এসেছিলেন বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে। আদপে নরেন্দ্র মোদীর জমানায় নতুন চাকরির সংখ্যা বছরে গড়ে ৩ লক্ষও ছুঁতে পারেনি। উপরন্তু সরকারি পদ তুলে দেওয়ার পরিকল্পনা শুনে সমালোচনার ঝড় উঠেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০৪:৫১

পাঁচ বছর ধরে খালি পড়ে থাকা সরকারি পদ তুলেই দিতে চায় কেন্দ্র। সম্প্রতি অর্থ মন্ত্রক তরফে সব মন্ত্রককে নির্দেশিকা পাঠিয়ে ফাঁকা পদ তুলে দেওয়া নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে।

ক্ষমতায় এসেছিলেন বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে। আদপে নরেন্দ্র মোদীর জমানায় নতুন চাকরির সংখ্যা বছরে গড়ে ৩ লক্ষও ছুঁতে পারেনি। উপরন্তু সরকারি পদ তুলে দেওয়ার পরিকল্পনা শুনে সমালোচনার ঝড় উঠেছে।

সঙ্ঘ-পরিবারের শ্রমিক সংগঠন বিএমএস-এর সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায়ের মতে, ‘‘যে সমস্ত নিয়মিত পদ তুলে দেওয়া হবে, সেখানে ঠিকা শ্রমিক কাজে লাগানো হবে। তাঁদের সামাজিক সুরক্ষা, অধিকার কিছুই থাকবে না।’’

সরকারি রিপোর্ট বলছে, ২০১৬-র ১ মার্চে ৪ লক্ষেরও বেশি পদ খালি পড়ে ছিল। সব থেকে বেশি শূন্য পদ গ্রুপ-সি-তে— ৩ লক্ষ ২১ হাজার ৪১৮। গ্রুপ-এ-তে শূন্য পদ ১৫ হাজার ২৮৪টি। গ্রুপ বি-তে ফাঁকা গেজেটেড পদের সংখ্যা ২৬,৩১০টি, নন-গেজেটেড ফাঁকা পদের সংখ্যা ৪৯,৭৪০টি। এর মধ্যে কতগুলি পদ পাঁচ বছর ধরে খালি, তা অবশ্য স্পষ্ট নয়। সিটু-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, ‘‘অনুমোদিত পদের প্রায় ৪৮% খালি পড়ে। চতুর্থ শ্রেণির পদ তো তুলেই দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণির পদেও নিয়োগ কার্যত বন্ধ।’’

Government Jobs Vacant Central Government Narendra Modi Arun Jaitley
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy