Advertisement
০৭ মে ২০২৪

বাঁশের সাঁকোই ভরসা চেরাগির

পূর্ত সড়কে বাঁশের সাঁকোই ভরসা চেরাগিতে। গরম থেকে শীত— সারা ভছর ওই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় গ্রামবাসীদের। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভার চেরাগি-কটামনি পূর্ত সড়কে রয়েছে ওই বাঁশের সাঁকো। নামেই পূর্ত বিভাগের সাঁকো।

চেরাগির বাঁশের সাঁকো। ছবি: শীর্ষেন্দু সী।

চেরাগির বাঁশের সাঁকো। ছবি: শীর্ষেন্দু সী।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩৩
Share: Save:

পূর্ত সড়কে বাঁশের সাঁকোই ভরসা চেরাগিতে।

গরম থেকে শীত— সারা ভছর ওই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় গ্রামবাসীদের। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভার চেরাগি-কটামনি পূর্ত সড়কে রয়েছে ওই বাঁশের সাঁকো। নামেই পূর্ত বিভাগের সাঁকো। কিন্তু তা মেরামতের দায়িত্ব নেয়নি প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ এমনই। স্থানীয় বাসিন্দারাই তা মেরামতের জন্য দেন ‘টোল ট্যাক্স’। সাঁকো পারাপারের জন্য প্রত্যেককে দিতে হয় ৫ টাকা।

এলাকার বাসিন্দারা জানান, কয়েক বছর আগে চেরাগি-কটামনি সড়কে কাঠের সেতু ছিল। সরকারি উদাসীনতায় তা জীর্ণ হয়ে গিয়েছিল। সেতু থেকে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটেছিল। ধীরে ধীরে পুরোপুরি ভেঙে যায় কাঠের সেতুটি। সেতু মেরামতের জন্য বার বা আর্জিতেও প্রশাসনের তরফে সাড়া মেলেনি বলে অভিযোগ। আঙুল উঠেছে স্থানীয় বিধায়ক কৃপানাথ মালাহের বিরুদ্ধেও। পাকা সেতুর দাবিতে চেরাগি-কটামনি, রংপুর এলাকার প্রায় ৩০ হাজার মানুষ ভোট বয়কটও করেছিলেন। কিন্তু কারও টনক নড়েনি।

কৃপানাথবাবু জানিয়েছেন, সাধারণ মানুষের এই সমস্যার কথা তিনি জানেন। ওই সড়কে পাকা সেতু তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগে তদ্বির করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bamboo Bridge Cheragi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE