বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ধান তোলার নজির গড়ল ছত্তীসগঢ়। রাজ্যে তো বটেই, দেশের কৃষি-মানচিত্রেও ক্রমশ দৃষ্টান্ত হয়ে উঠছে ভূপেশ বাঘেলের রাজ্য। চলতি খরিফ মরসুমের এখনও ১০ দিন বাকি। তবে তার আগেই রেকর্ড পরিমাণ ধান ফলিয়েছেন ছত্তীসগঢ়ের কৃষকেরা। পাল্লা দিয়ে বে়ড়েছে রাজ্যের কৃষিজীবীদের সংখ্যাও।
কৃষি দফতরের দাবি, চলতি মরসুমের ২১ জানুয়ারি পর্যন্ত ৮৪.৪৪ লক্ষ মেট্রিক টন ধান তোলা হয়েছে ছত্তীসগঢ়ে। যা গত বছরের থেকে ৫০ হাজার মেট্রিক টন বেশি। তুলনামূলক ভাবে, গত বছর গোটা মরসুমে ৮৩.৯৪ লক্ষ মেট্রিক টন ধান তুলেছিলেন ছত্তীসগঢ়ের কৃষকেরা।
গত দু’বছর ধরেই ধান তোলার পরিমাণ-সহ কৃষকদের সংখ্যাও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে ছত্তীসগঢ়ে। রাজ্য সরকারের কৃষক-দরদী নীতির ফলেই যে এই সাফল্য, তা মনে করছেন অনেকে। প্রশাসন সূত্রে খবর, ছত্তীসগঢ় সরকারের ‘রাজীব গাঁধী ন্যায় যোজনা’-র আওতায় চলতি আর্থিক বর্ষে রাজ্যের ১৯ লক্ষ কৃষকদের ৫,৭৫০ কোটি টাকার ভাতা দেওয়া হয়েছে। যার ফলে ধান উৎপাদনেও জোয়ার এসেছে। তা ছাড়া, এখনও পর্যন্ত ১৯ লক্ষ ৫৪ হাজার ৩৩২ জন কৃষক সরকার নির্ধারিত সহায়ক মূল্যে নিজেদের ফসল বিক্রি করতে পেরেছেন।