Advertisement
১৭ মে ২০২৪

কংগ্রেসকে নোটিস কমিশনের

নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে ডিমা হাসাও জেলা কংগ্রেসকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। লাউড-স্পিকার ব্যবহারের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকার পরও ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিল করার সময় কংগ্রেস প্রার্থী নির্মল লাংথাসার অনুগামীরা জেলাশাসকের অফিসের সামনে লাউড-স্পিকার ব্যবহার করে স্লোগান দেন বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে জেলা কংগ্রেসকে কমিশন নোটিস পাঠায়। ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব চাওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৫৯
Share: Save:

নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে ডিমা হাসাও জেলা কংগ্রেসকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। লাউড-স্পিকার ব্যবহারের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকার পরও ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিল করার সময় কংগ্রেস প্রার্থী নির্মল লাংথাসার অনুগামীরা জেলাশাসকের অফিসের সামনে লাউড-স্পিকার ব্যবহার করে স্লোগান দেন বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে জেলা কংগ্রেসকে কমিশন নোটিস পাঠায়। ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব চাওয়া হয়েছে।

এ দিকে গত কাল মনোনয়নপত্র পরীক্ষার পর হাফলঙে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর, এ বার ভোটের লড়াইয়ে রয়েছেন কংগ্রেসের নির্মল লাংথাসা, বিজেপির বীরভদ্র হাগজার, হিল স্টেট ডিমান্ড কাউন্সিলের মায়া সিংহ দাওলাগাপু ও ইউডিএফের নিকোল হাওলাই চাংসন। অন্য দিকে প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি পাহাড়ি জেলাতে প্রচার শুরু করেছে। কমিশন সূত্রে খবর, প্রতিটি নির্বাচনী জনসভার উপর তাঁরা নজর রাখছে। বিশেষ করে পাহাড়ি জেলার গ্রামগুলিতে ভোটারদের যাতে কোনও কেউ প্রলোভন দিতে না পারে, সে দিকে নজর রেখেছে নির্বাচন কমিশন।

ডিমা হাসাও জেলার রিটার্নিং অফিসার অমরেন্দ্র বরুয়া আগামী ৪ এপ্রিল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে জেলার নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। পার্বত্য জেলার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE