Advertisement
Back to
Presents
Associate Partners
Congress

প্রতিবাদে কংগ্রেস

মোদী এ কথাও বলেছেন, জিতে এলে কংগ্রেস মুসলিমদের জন্য পৃথক বাজেট তৈরি করবে। তাঁর দাবি, কংগ্রেস এই চেষ্টা আগেও করেছিল।

congress

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ০৮:৫০
Share: Save:

নরেন্দ্র মোদী একই সঙ্গে বলছেন তিনি হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতি করেন না। পর মুহূর্তেই বক্তৃতায় কংগ্রেসকে আক্রমণ করছেন ‘ভোটে মুসলিমদের প্রতি তোষণের রাজনীতি’ নিয়ে। তিনি এ কথাও বলেছেন, জিতে এলে কংগ্রেস মুসলিমদের জন্য পৃথক বাজেট তৈরি করবে। মোদীর দাবি, কংগ্রেস এই চেষ্টা আগেও করেছিল।

আজ বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর বক্তব্য, “নরেন্দ্র মোদীর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও মারাত্মক। মোদীর বক্তৃতা যাঁরা লিখে দেন, তাঁরাও ভারসাম্য হারিয়েছেন। কংগ্রেস মুসলিমদের ও হিন্দুদের জন্য আলাদা বাজেট পেশ করবে, এটা মারাত্মক কথা, একে অলীক চিন্তাই বলা যায়। আশা করব প্রধানমন্ত্রী মিথ্যা অভিযোগের রাস্তা থেকে সরে যাবেন, অদ্ভুত দাবি বন্ধ করবেন।”

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, “বিদায়ী প্রধানমন্ত্রী অর্থহীন বিবৃতি দিচ্ছেন। একেবারেই মোদীর মানানসই আলোড়ন তোলার চেষ্টা। এটা সত্য যে মনমোহন সিংহ ২০১৩ সালে কৃষি বিষয়ে মুখ্যমন্ত্রীদের একটি কমিটি গঠন করেন। সেটি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার ব্যাপারে গ্যারান্টি দেয়। মোদী এই কমিটির প্রস্তাবগুলি রূপায়ণে অস্বীকার করেন।” গত কাল মহারাষ্ট্রের নাসিকে জনসভায় মোদী বলেন, কংগ্রেস সরকারি বাজেটের ১৫ শতাংশ সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করতে চায়। তাঁর কথায়, “যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন কংগ্রেস এই প্রস্তাব আনে। বিজেপি বিরোধিতা করে, তাই কার্যকর হয়নি। কংগ্রেস ফের এই প্রস্তাব আনতে চাইছে। আামি তা হতে দেব না।”

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Congress Lok Sabha Election 2024 BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE