Advertisement
০৪ মে ২০২৪

করিমগঞ্জে ধৃত কংগ্রেস কর্মীর ভাই

পাথারকান্দি থেকে ৬ লক্ষ টাকা করিমগঞ্জে নিয়ে আসার সময় পুলিশের হাতে ধরা পড়লেন কংগ্রেস কর্মীর ভাই। পুলিশ জানায়, ধৃতের নাম আব্দুল হামিদ। কমিশনের নিয়ম অনুসারে, নির্বাচন বিধি বলবৎ হওয়ার পর কেউ একলপ্তে ৫০ হাজার টাকার বেশি নিজের কাছে রাখতে পারেন না। আজ পাথারকান্দির বিধায়ক তথা পরিষদীয় সচিবের এক ঘনিষ্ঠ ব্যক্তির ভাই ওই টাকা নিয়ে যাচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০৪:২৬
Share: Save:

পাথারকান্দি থেকে ৬ লক্ষ টাকা করিমগঞ্জে নিয়ে আসার সময় পুলিশের হাতে ধরা পড়লেন কংগ্রেস কর্মীর ভাই। পুলিশ জানায়, ধৃতের নাম আব্দুল হামিদ। কমিশনের নিয়ম অনুসারে, নির্বাচন বিধি বলবৎ হওয়ার পর কেউ একলপ্তে ৫০ হাজার টাকার বেশি নিজের কাছে রাখতে পারেন না। আজ পাথারকান্দির বিধায়ক তথা পরিষদীয় সচিবের এক ঘনিষ্ঠ ব্যক্তির ভাই ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। তল্লাশির সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় ৬ লক্ষ টাকা। পুলিশের সন্দেহ হয়, ওই টাকা নির্বাচন সমষ্টিতে বিলি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাই সব টাকা বাজেয়াপ্ত করা হয়। নিলামবাজার থানার ওসি আনোয়ার চৌধুরী জানান, ওই টাকা কোনও কাজে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযুক্ত দাবি করেছিলেন।

ধৃত এনজিও কর্তা। শিক্ষক নিয়োগের নামে ভুয়ো চক্র চালানোর অভিযোগে হাইলাকান্দির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পলাতক কর্তা গিয়াসুদ্দিন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrested congress Karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE