Advertisement
০৩ মে ২০২৪

বিজেপি কর্মীর মৃত্যুর রিপোর্ট চাইল আদালত

গত বছর পঞ্চায়েত ভোটের পরে পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী দুলাল কুমারের দেহ হাইটেনশন তারের টাওয়ার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৪:৫৩
Share: Save:

রাজ্য সরকারের কাছে বিজেপি কর্মী দুলাল কুমারের মৃত্যু সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। পুরুলিয়ার দুলাল কুমার, ত্রিলোচন মাহাতো, দক্ষিণ ২৪ পরগনার শক্তিপদ সর্দার—বিজেপির ৩ কর্মীর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা গৌরব ভাটিয়া। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ জানিয়ে দিল, শক্তিপদ সর্দার ও ত্রিলোচন মাহাতোর খুনের ঘটনায় সুপ্রিম কোর্ট নাক গলাবে না। তবে দুলাল কুমারের মৃত্যুর ঘটনায় তৈরি মেডিক্যাল বোর্ডের রিপোর্ট রাজ্য সরকারকে দেখাতে হবে।

গত বছর পঞ্চায়েত ভোটের পরে পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মী দুলাল কুমারের দেহ হাইটেনশন তারের টাওয়ার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়। তদানীন্তন পুলিশ সুপার ময়না-তদন্তের আগেই দাবি করেছিলেন, দুলাল আত্মহত্যা করেছেন। তাঁর বদলির পর নতুন পুলিশ সুপারও একই দাবি করেন।

ভাটিয়ার অভিযোগ, তৃণমূলের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তাই পুলিশ কিছু করেনি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের পাল্টা যুক্তি, পুলিশের গ্রেফতারি ও চার্জশিটের তালিকায় তৃণমূলের প্রাক্তন ও বর্তমান নেতারাও রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme court Balarampur Purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE