Advertisement
২১ মে ২০২৪
Parcel Bomb Explosion

টেপরেকর্ডারে বোমা ভরে প্রেমিকার স্বামীকে পাঠান যুবক, বাক্স খুলতেই বিস্ফোরণ, হত শিশু-সহ দুই

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জয়ন্তীভাই বালুসিংহ বানজারা। তিনি টেপরেকর্ডারের ভিতরে বোমা ভরে উপহারের একটি বাক্সে ভরে প্রেমিকার বাড়িতে পাঠান।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে তদন্তকারী দল। ছবি: সংগৃহীত।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে তদন্তকারী দল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১৫:২৮
Share: Save:

প্রেমিকার স্বামীকে ‘শিক্ষা’ দিতে টেপরেকডার্রের ভিতর বোমা ভরে পাঠিয়েছিলেন যুবক। আর সেই টেপরেকর্ডার ফেটেই মৃত্যু হল প্রেমিকার স্বামী এবং কন্যার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গুজরাতে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জয়ন্তীভাই বালুসিংহ বানজারা। তিনি টেপরেকর্ডারের ভিতরে বোমা ভরে উপহারের একটি বাক্সে ভরে প্রেমিকার বাড়িতে পাঠান। ওই বাক্সটি পৌঁছে দিয়েছিলেন এক অটোচালক। বাক্স খুলে টেপ রেকর্ডারটি চালানোর চেষ্টা করেন জীতুভাই হীরাবাই বানজারা। আর সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় জীতুভাই এবং তাঁর কন্যা ভূমিকার।

শীর্ষ পুলিশ আধিকারিক বিজয় পটেল জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, জীতুভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল জয়ন্তীভাইয়ের। দীর্ঘ দিন ধরেই তাঁদের সম্পর্ক চলছিল। কিন্তু তাঁদের এই সম্পর্কের পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছিলেন জীতুভাই। তাই তাঁকে খুন করার পরিকল্পনা করেন জয়ন্তীভাই।

রাজস্থান থেকে গুজরাতে আসেন জয়ন্তীভাই। সেখানে বোমা তৈরির সরঞ্জাম জোগাড় করেন। তার পর টেপ রেকর্ডার কেনেন এবং তার মধ্যে জিলেটিন স্টিক এবং ডিটোনেটর লাগিয়ে দেন। তার পর একটি বাক্সে ভরে জীতুভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন। পার্সেল দেখে সেটি নিয়ে নেন। তার পর সেটি খুলতেই এই ঘটনা ঘটে। জীতুভাইয়ের আরও দুই কন্যা গুরুতর জখম হয়েছে। এই ঘটনা যখন ঘটে তখন জীতুভাইয়ের স্ত্রী বাড়িতে ছিলেন না। এই ঘটনার সঙ্গে জীতুভাইয়ের স্ত্রীর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parcel Bomb Explosion Gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE