করোনা সঙ্কটে টানা ৭ মাস বন্ধ থাকার পর আবার খুলল কেরলের বিখ্যাত শবরীমালা মন্দির। শনিবার। তবে মন্দিরে ঢোকার জন্য বাধ্যতামূলক হল কোভিড পরীক্ষা। জানানো হল মুখে মাস্ক পরে আসতেই হবে পুণ্যার্থীদের। আর মূল মন্দিরে ঢোকার জন্য হাতে থাকতেই হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট।
মন্দির কর্তৃপক্ষ এ দিন জানিয়েছেন করোনা মোকাবিলায় তাঁরা যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন। তার জন্য পুণ্যার্থীদের সংখ্যার ঊর্ধ্বসীমাও তাঁরা বেঁধে দিয়েছেন। দিনে আড়াইশোর বেশি পুণ্যার্থীকে ঢুকতে দেওয়া হবে না মন্দিরের ভিতরে। বয়সের ক্ষেত্রেও থাকছে কিছু বিধিনিষেধ। মন্দিরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে শুধুই ১০ থেকে ৬০ বছর বয়সিদের। ৬০ বছরের বেশি বয়সের কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে।
পাহাড়ি পথ ধরে শবরীমালা মন্দিরে যাওয়ার পথে নীলাক্কলের বেস ক্যাম্পেই সব পুণ্যার্থীর কোভিড পরীক্ষা শুরু হয়েছে। পুণ্যার্থীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। সেই পরীক্ষায় যাঁরা উতরে যাচ্ছেন তাঁদেরই পাহাড়ের মাথায় শবরীমালা মন্দিরের দিকে এগনোর অনুমতি দেওয়া হচ্ছে। তার পর মন্দিরের মূল ফটকে পুণ্যার্থীদের দেখাতে হচ্ছে তাঁরা মুখে মাস্ক পরে আছেন কি না। দেখাতে হচ্ছে কোভিড নেগেটিভ সার্টিফিকেটও।