গত এক সপ্তাহ ধরেই দিল্লিতে সিপিএমের সদর দফতর, এ কে গোপালন ভবনের বাইরে পুলিশের তৈরি লোহার ব্যারিকেড। সীতারাম ইয়েচুরির জন্য বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। তাঁর সঙ্গে ঘুরছেন দিল্লি পুলিশের রাইফেলধারী জওয়ান। বিজেপির শীর্ষনেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা নিত্যদিন সিপিএমের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন।
হঠাৎই ফের কমরেডরা জাতীয় রাজনীতিতে প্রচারের কেন্দ্রবিন্দুতে। হঠাৎ মিলে যাওয়া এই অক্সিজেনে ভর করেই আজ দিল্লির রাস্তায় নেমেছেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, বৃন্দা কারাট, এস আর পিল্লাইরা। অনেক দিন পরে একসঙ্গে।
কেরলে আরএসএস-বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে গত সপ্তাহ থেকেই দিল্লিতে সিপিএমের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। নেতা-মন্ত্রীরা হাজির থাকছেন সেখানে। কেরলেও ৩ অক্টোবর থেকে ‘জন সুরক্ষা যাত্রা’ করছে বিজেপি।