ফের ফেসবুক ভিডিওয় সরকারের বিরুদ্ধে সরব জওয়ান। আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ওই জওয়ানের দাবি, ছত্তীসগঢ়ের সুকমায় সাম্প্রতিক মাওবাদী হানায় মৃত্যু হয়েছে তাঁর এক আত্মীয়ের। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে তীব্র কটাক্ষ করে ফেসবুক ভিডিওয় সিআরপিএফ জওয়ানের মন্তব্য, রাজনাথের মতো নেতারা প্রধানমন্ত্রী মোদীকে ভুল বোঝাচ্ছেন। পঙ্কজ মিশ্র নামে ওই জওয়ান সিআরপিএফ-এর ২২১ নম্বর ব্যাটালিয়নে রয়েছেন। তিনি দুর্গাপুরে কর্মরত।
ফেসবুক ভিডিওয় পঙ্কজ মিশ্রর মন্তব্য, ‘‘আমরা বিজেপিকে ভোট দিইনি, নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছি এবং রাজনাথের সিংহের মতো নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুল বোঝাচ্ছেন।’’ সরকারের সদিচ্ছা নেই বলেই সুকমায় তথা ছত্তীসগঢ়ে মাওবাদী সমস্যার সমাধান হচ্ছে না, অভিযোগ সিআরপিএফ জওয়ানের। তিনি ফেসবুক ভিডিওয় বলেছেন, ‘‘সরকারি কর্তারা সুকমায় গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করছেন। আমি বলছি জওয়ানদের সঙ্গে দেখা করে কিছু হবে না। একটা বা দুটো নয়, নকশালদের শেষ করার জন্য সরকারের উচিত সুকমায় ২০-২৫টা ব্যাটালিয়ন পাঠিয়ে দেওয়া।’’