Cyclone Amphan may hit almost two times speed, 7 districts would come under it's havoc
দেশ
ফণীর মতোই বিপুল বেগে রাজ্যের ছয় জেলা লন্ডভন্ড করতে পারে আমপান
১৮ মে ২০২০ ২২:০৯
Advertisement
১ / ১৫
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আমপান’। সোমবার বিকেলেই এটি ‘সুপার সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হল। এই ঘূ্র্ণিঝড়ের ঘূর্ণনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
২ / ১৫
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে আমপান। এর অভিমুখ রয়েছে উত্তর দিকে। কয়েক ঘণ্টার মধ্যেই বাঁক নিয়ে তা উত্তর-পূর্ব দিকে এগোতে শুরু করবে।
Advertisement
Advertisement
৩ / ১৫
আমপান-এর নামকরণ করেছে তাইল্যান্ড।
৪ / ১৫
সোমবার সকাল পর্যন্ত দিঘা থেকে ৯৩০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থাকে ১০৫০ কিলোমিটার দূরে রয়েছে আমপান।
Advertisement
৫ / ১৫
বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝখান দিয়ে স্থলভূমিতে ঢুকতে পারে আমপান।
৬ / ১৫
স্থলভূমিতে আছড়ে এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। ঘূর্ণনের গতি ১৮৫ কিলোমিটারও হতে পারে।
৭ / ১৫
আমপানের ঝাপটায় সব থেকে বেশি ক্ষতক্ষতির আশঙ্কা রয়েছে, দিঘা, মন্দারমনি, সুন্দরবনের সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকায়। প্রতীকী ছবি।
৮ / ১৫
আবহবিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রে জলতলের উষ্ণতা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই তা ঘূর্ণিঝড় তৈরিতে সাহায্য করে। বঙ্গোপসাগরের জলের উষ্ণতা তার থেকে বেশ কিছুটা বেশি হওয়ায় আমপানের শক্তি দ্রুত বেড়েছে।
৯ / ১৫
আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি শুরু হতে পারে মঙ্গলবারেই। বুধবার গাঙ্গেয় বঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হবে। কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। ছবি: পিটিআই।
১০ / ১৫
আমপানের প্রভাবে ৬ জেলায়— কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়াতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মঙ্গল এবং বুধবার। কলকাতাতেও ঝড়ের ঝাপটা পড়তে পারে।
১১ / ১৫
মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ওড়িশার উত্তর ভাগে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমপান-এর। জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক এবং বালেশ্বরের মতো উপকূলীয় জেলাগুলিকে সতর্ক করা হয়েছে।
১২ / ১৫
আমপান-এর প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, সিকিম এবং মেঘালয়ে আগামী ২১ মে পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
১৩ / ১৫
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দলকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ৭টি দল থাকবে বাংলার ৬টি জেলায়, ১০টি দল থাকবে ওড়িশায়।
১৪ / ১৫
২০১৯-এর মে মাসে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর দাপটে লন্ডভন্ড হয়েছিল ওড়িশা। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ওই রাজ্যের উপকূল এলাকায়।
১৫ / ১৫
২০১৯-এর ডিসেম্বরে প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলি। বুলবুল আছড়ে পড়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে। অর্থাৎ আমপানের গতি হতে পারে বুলবুলের দেড় গুণ।