লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-য় মোতায়েন চিনা সেনার সংখ্যা কমানো না হলে ভারতও একতরফা ভাবে সেনা কমাবে না। শনিবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘‘চিন কয়েকটি ক্ষেত্রে আপত্তি তুললেও ভারত দ্রুত গতিতে সীমান্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়নের কাজ চালাচ্ছে।’’
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী জানান, লাদাখ সীমান্তে গত ৯ মাস ধরে চলা সঙ্ঘাত-পর্বের ইতি কবে ঘটবে, তা বলা সম্ভব নয়। তাঁর কথায়, ‘‘আমরা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। কিন্তু বিষয়টি নিরবচ্ছিন্ন স্তবিরতার মতো। নির্দিষ্ট কোনও সময়সীমা বা তারিখ নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।’’ লাদাখে বেজিং বিশ্বাসভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন রাজনাথ।
সম্প্রতি একটি উপগ্রহ চিত্রে দাবি করা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় এলএসি লঙ্খন করে আস্ত একটি গ্রাম বানিয়েছে চিন। এ প্রসঙ্গে রাজনাথের মন্তব্য, ‘‘সীমান্তবর্তী ওই অঞ্চলে গত কয়েক বছর ধরে ধীরে ধীরে পরিকাঠামো তৈরি করেছে চিন।’’