Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Jair Bolsonaro

করোনা টিকা পেয়েই মোদীকে ধন্যবাদ ব্রাজিলের প্রেসিডেন্টের, তুলনায় হনুমানের বিশল্যকরণী

শুক্রবার সেরামের তৈরি ২০ লক্ষ করোনা টিকা বিমানে ব্রাজিলে পাঠানো হয়েছে।

জাইর বোলসোনারো এবং নরেন্দ্র মোদী।

জাইর বোলসোনারো এবং নরেন্দ্র মোদী। নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১০:৫২
Share: Save:

ভারতে তৈরি করোনা টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রামায়ণের লঙ্কাপর্বে হনুমানের তুলে আনা বিশ্যলকরণী সঞ্জীবনী-সহ গন্ধমাদন পর্বতের ছবি।
বোলসোনারো তাঁর টুইটারে পর্তুগিজ ভাষায় (যা ব্রাজিলের জাতীয় ভাষা) লেখেন, ‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে ছড়িয়া পড়া প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের মতো অসাধারণ বন্ধুকে পাশে পেয়ে ব্রাজিল গর্ব অনুভব করছে। টিকা পাঠিয়ে আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ’।
শনিবার পাল্টা টুইট-বার্তায় মোদীর মন্তব্য, ‘প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ব্রাজিলকে পাশে পেয়ে আমরাও গর্বিত’।

গত ৯ জানুয়ারি পুণের সেরাম ইনস্টিটিইউট অফ ইন্ডিয়া-র কারখানায় তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দ্রুত ব্রাজিলে পাঠানোর জন্য মোদীকে চিঠি লিখেছিলেন বোলসোনারো। এর পর শুক্রবার সেরামের তৈরি ২০ লক্ষ করোনা টিকা বিমানে ব্রাজিলে পাঠানো হয়। তার পরেই মোদীকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।
ইন্দ্রজিতের শক্তিশেল হানায় মৃতপ্রায় লক্ষ্মণকে বাঁচাতে হনুমান তুলে এনেছিলেন বিশল্যকরণী সঞ্জীবনী। করোনা-ধস্ত ব্রাজিলবাসীর কাছে ভারতীয় টিকাও তেমনই ‘সঞ্জীবনী বুটি’ বলে বার্তা ব্রাজিল প্রেসিডেন্টের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE