Advertisement
০৩ মে ২০২৪
Pollution

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি, শহরের তালিকায় শীর্ষে গুরুগ্রাম

তবে শুধুমাত্র গুরুগ্রাম নয়, ওই তালিকায় প্রথম দশে নাম রয়েছে ভারতের মোট ৭টি শহরের।

দূষণে এগিয়ে দিল্লি-ই।—ফাইল চিত্র।

দূষণে এগিয়ে দিল্লি-ই।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৫:১২
Share: Save:

বিশ্বের সবচেয়ে দূষিত শহর গুরুগ্রাম। সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি। জানাল বিশ্ব পরিবেশ সংস্থা গ্রিনপিস-এর দক্ষিণ এশীয় শাখা। পৃথিবীর প্রায় তিন হাজার শহরে বাতাস কতটা অস্বাস্থ্যকর জানতে, বিভিন্ন সরকারি এবং বেসরকারি নজরদারি সংস্থার নথিপত্র খতিয়ে দেখে আইকিউ এয়ার ভিসুয়াল ২০১৮ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। তাতেই এই তথ্য উঠে এসেছে। বিশ্বের দূষিততম শহর ঘোষিত হয়েছে গুরুগ্রাম।

তবে শুধুমাত্র গুরুগ্রাম নয়, ওই তালিকায় প্রথম দশে নাম রয়েছে ভারতের মোট ৭টি শহরের। আর তার মধ্যে বেশিরভাগই রাজধানী দিল্লি সংলগ্ন শহর। বাতাসে ভাসমান ধূলিকনার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে গুরুগ্রাম। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১৩৫.৮ মাইক্রোগ্রাম। দ্বিতীয় স্থানে রয়েছে গাজিয়াবাদ। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১৩৫.২ মাইক্রোগ্রাম। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১২৯.১ মিলিগ্রাম হওয়ায় চতুর্থ স্থানে রয়েছে ফরিদাবাদ। বিওয়াড়ি (১২৫.৪), নয়ডা (১২৩.৬), পটনা (১১৯.৭), এবং লখনউ (১১৫.৭) রয়েছে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং নবম স্থানে।

ওই তালিকায় তৃতীয় ও দশম স্থানে রয়েছে পাকিস্তানের দুই শহর, ফয়জলাবাদ (১৩০.৪) এবং লাহৌর (১১৪.৯)। চিনের হোতান রয়েছে অষ্টম স্থানে। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১১৫ মাইক্রোগ্রাম।

তালিকায় রয়েছে ভারতের সাতটি শহর। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন: পাক জলসীমায় ঢোকার চেষ্টা করেছে ভারতীয় সাবমেরিন! দাবি ইসলামাবাদের​

আরও পড়ুন: বিজেপির ওয়েবসাইট হ্যাক, মোদীকে নিয়ে কুমন্তব্য, সন্দেহ পাক হ্যাকারদের দিকে

অন্য দিকে বিশ্বের ৬২ দেশের রাজধানীর মধ্যে দিল্লি সবচেয়ে দূষিত বলে জানা গিয়েছে। দিল্লিতে প্রতি ঘনমিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১১৩.৫ মাইক্রোগ্রাম বলে জানানো হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৯৭.১ মাইক্রোগ্রাম।

আফগানিস্তানের কাবুল রয়েছে তৃতীয় স্থানে। সেখানে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৬১.৮ মাইক্রোগ্রাম। দূষিত শহর হিসাবে তালিকায় একাদশ স্থানে রয়েছে দিল্লি।

ন্যাশনাল অ্যম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাগুলির পরিমাণ যদি বছরে প্রতি ঘনমিটার বাতাসে ৪০ মাইক্রোগ্রাম ওজন পর্যন্ত থাকে, তা হলে তাকে দূষিত বাতাস বলা হয় না। তবে সেই কণাগুলির ব্যাস ২.৫ মাইক্রোমিটারের বেশি হলে তা অতটা ক্ষতিকারক হবে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)এই মানদণ্ডটাকে আরও কমিয়ে দিয়েছে। সেই হিসাবে সমগ্র দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডল মানবজীবনের পক্ষে ক্ষতিকর।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE