একটু একটু করে সরছে দূষণের চাদর। পশ্চিমী ঝঞ্ঝার কল্যাণে সামান্য স্বস্তিও পেয়েছে রাজধানীর মানুষ। তবে এখনও বিপদ কাটেনি বলেইমনে করছেন পরিবেশবিদরা। তাঁদের স্পষ্ট মত, ফসলের গোড়া পোড়ানো বন্ধ না হলে দিল্লিবাসীর সমস্যা মিটবেও না। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদও নাসার ইনফ্রারেড ইমেজে দেখা গিয়েছে উত্তর ভারতের ৫ হাজার ৩০৯টি জায়গায় আগুন জ্বালানো হচ্ছে। তাতেই চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে।
সোমবারই সুপ্রিম কোর্টে দূষণ মামলার শুনানিতে হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের প্রতিনিধিদের বিচারপতি অরুণ মিশ্র ও দীপক গুপ্তর বেঞ্চ জানায়, কোনও রাজ্য থেকে ফসলের গোড়া পোড়ানোর খবর পাওয়া গেলে সেই রাজ্যের মুখ্যসচিব থেকে যে গ্রামে তা পোড়ানো হচ্ছেতার পঞ্চায়েত প্রধান— সকলকেই জবাবদিহি করতে হবে।ওই দিনই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সামনে আসে নাসার ইনফ্রারেড চিত্রটি। তাতে দেখা যায় উত্তর ভারতের উপর মোট ৫ হাজার৩০৯টি লাল বিন্দু। পরিবেশবিদরা এই জায়গাগুলিকে আবাদি জমি বলেই চিহ্নিত করছেন। সেখানে আগুন জ্বলছিল বলে তাঁরা জানান। ছবির ‘লাল’ জায়গাগুলির অধিকাংশই পঞ্জাবে।