Advertisement
০৬ অক্টোবর ২০২৪
DRDO

‘অভ্যাস’-এর সফল উত্‌ক্ষেপণ

হাই স্পিড এক্সপ্যানডেবল এরিয়াল টার্গেট (এইচইএটি বা সংক্ষেপে হিট) ‘অভ্যাস’ ড্রোনের সফল উত্‌ক্ষেপণ করল ডিআরডিও। সোমবার ওড়িশার চাঁদিপুরের ইন্টেরিম টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এই আনম্যানড ড্রোনের উত্‌ক্ষেপণ করে ডিআরডিও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৮:১০
Share: Save:
০১ ০৫
হাই স্পিড এক্সপ্যানডেবল এরিয়াল টার্গেট (এইচইএটি বা সংক্ষেপে হিট) ‘অভ্যাস’ ড্রোনের সফল উত্‌ক্ষেপণ করল ডিআরডিও। সোমবার ওড়িশার চাঁদিপুরের ইন্টেরিম টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এই আনম্যানড ড্রোনের উত্‌ক্ষেপণ করে ডিআরডিও।

হাই স্পিড এক্সপ্যানডেবল এরিয়াল টার্গেট (এইচইএটি বা সংক্ষেপে হিট) ‘অভ্যাস’ ড্রোনের সফল উত্‌ক্ষেপণ করল ডিআরডিও। সোমবার ওড়িশার চাঁদিপুরের ইন্টেরিম টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে এই আনম্যানড ড্রোনের উত্‌ক্ষেপণ করে ডিআরডিও।

০২ ০৫
ড্রোনটির উত্‌ক্ষেপণের সময় বেশ কয়েকটি রেডার ও ইলেকট্রো অপটিক সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা হয়।

ড্রোনটির উত্‌ক্ষেপণের সময় বেশ কয়েকটি রেডার ও ইলেকট্রো অপটিক সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা হয়।

০৩ ০৫
বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে হবে না এই ড্রোনকে। অটোপাইলট সিস্টেম রয়েছে ‘অভ্যাস’-এ। আর এই সিস্টেমকে কাজে লাগিয়েই লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে নিশানা বানাতে পারবে।

বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে হবে না এই ড্রোনকে। অটোপাইলট সিস্টেম রয়েছে ‘অভ্যাস’-এ। আর এই সিস্টেমকে কাজে লাগিয়েই লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে নিশানা বানাতে পারবে।

০৪ ০৫
ছোট গ্যাস টার্বাইন ইঞ্জিন ও দেশীয় প্রযুক্তিতে তৈরি মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল (এমইএমএস) নেভিগেশন সিস্টেম নিয়ন্ত্রণ করবে এই ড্রোনকে।

ছোট গ্যাস টার্বাইন ইঞ্জিন ও দেশীয় প্রযুক্তিতে তৈরি মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল (এমইএমএস) নেভিগেশন সিস্টেম নিয়ন্ত্রণ করবে এই ড্রোনকে।

০৫ ০৫
‘লক্ষ্য’ ড্রোনের মতোই ডিজাইন করা হয়েছে ‘অভ্যাস’-কে। ‘লক্ষ্য’ হল হাই স্পিড টার্গেট ড্রোন। এটি তৈরি করে ডিআরডিও-র অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এসটাব্লিশমেন্ট (এডিই)।

‘লক্ষ্য’ ড্রোনের মতোই ডিজাইন করা হয়েছে ‘অভ্যাস’-কে। ‘লক্ষ্য’ হল হাই স্পিড টার্গেট ড্রোন। এটি তৈরি করে ডিআরডিও-র অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এসটাব্লিশমেন্ট (এডিই)।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE