সন্তানের জন্মের কয়েক ঘন্টা আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পিতৃত্বকালীন ছুটিতে থাকা ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের। মৃত জওয়ানের নাম প্রমোদ যাদব। দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সাতারা জেলায়।
সূত্রের খবর, স্ত্রীর প্রসবের জন্য বেশ কয়েক দিনের পিতৃত্বকালীন ছুটি নিয়ে বাড়িতে ফেরেন প্রমোদ। প্রসবযন্ত্রণা ওঠায় তাঁর স্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর কিছু ক্ষণ পরেই পথ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। কিছু ক্ষণের মধ্যে এক কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী।
পূর্ণ মর্যাদায় মৃত জওয়ানের শেষকৃত্য সম্পন্ন করা হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।