Advertisement
১৯ মে ২০২৪

জলের হাহাকার হাফলংয়ে

পানীয় জলের সমস্যায় নাজেহাল হাফলং শহর। কয়েক দশক ধরেই হাফলংয়ে পানীয় জলের সঙ্কট রয়েছে। শহরবাসীর অভিযোগ, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি উত্তর কাছাড় পার্বত্য পরিষদ বা রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০৩:০৭
Share: Save:

পানীয় জলের সমস্যায় নাজেহাল হাফলং শহর। কয়েক দশক ধরেই হাফলংয়ে পানীয় জলের সঙ্কট রয়েছে। শহরবাসীর অভিযোগ, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি উত্তর কাছাড় পার্বত্য পরিষদ বা রাজ্য সরকার।

বিধায়ক হওয়ার পর বীরভদ্র হাগজার শহরের রাস্তা ও পানীয় জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ৯ মাসে তাঁকেও উপযুক্ত কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। বিশেষত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হাফলংয়ে পানীয় জলের সমস্যা তীব্র আকার নেয়। জনস্বাস্থ্য কারিগরী বিভাগ সূত্রে জানা গিয়েছে, বছরের এই সময় পাহাড়ি নদীর পাশপাশি পানীয় জলের অন্য উৎসগুলি শুকিয়ে যায়। তারে জেরেই সমস্যা বাড়ে। হাফলং শহরের হাগজার নগর, কলেজ রোড, কালীবাড়ি রোড, অ্যাপেলো রোড, সরকারি বাগান, লোয়ার হাফলং, মহাদেব টিলা, কনভেন্ট রোডের বাসিন্দাদের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরী বিভাগ মাসে দু’বার জল সরবরাহ করে। কিন্তু তা পর্যাপ্ত নয়। ওই সময়রে মধ্যে গোটা মাসের জল ধরে রাখা কার্যত অসম্ভব। কোনও কোনও জায়গায় রাস্তার কলবিহীন পাইপ থেকে জলধারা বিরামহীন ভাবে পড়ে নষ্ট হয়। জলের পাইপগুলি পুরনো হওয়ার বিভিন্ন জায়গায় তা ফেটে জল বেরিয়ে যায়।

এ সবের জেরে পানীয় জল কিনতে বাধ্য হচ্ছেন শহরবাসী। হাফলংয়ে ১ হাজার লিটার জল ৪০০-৫০০ টাকায় বিকোচ্ছে। জনস্বাস্থ্য কারিগরী বিভাগ সূত্রে জানা গিয়েছে, হাফলং শহরে পানীয় জল সরবরাহের জন্য বড় কোনও প্রকল্প তৈরি হয়নি। শহরের জনসংখ্যার অনুপাতে জলপ্রকল্প না থাকায় সমস্যা বেড়েছে। স্থানীয় বিধায়ক বীরভদ্র হাগজার এ বিষয়ে জানান, হাফলং শহরে জলের সমস্যা মেটাতে একটি বৃহৎ জলপ্রকল্প গড়ে তোলার জন্য তিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেছেন। দ্রুত ওই সমস্যা মেটাতে উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Halflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE