মেলায় বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা, জখম হলেন এক মহিলা ও এক নাবালক সহ ১১ জন। পুলিশ জানায়, পশ্চিম ইম্ফলের টেরা লৌকরাম লেইরাক এলাকায় মেলা চলছিল। সেখানেই আজ রাতে জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে । জখমদের রিমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পশ্চিম ইম্ফলের টেরা লৌকরাম লেইরাক এলাকায় মেলা চলছিল। সেখানেই আজ রাতে জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে । জখমদের রিমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মেলায় বিস্ফোরণ ঘটালো জঙ্গিরা, জখম হলেন এক মহিলা ও এক নাবালক সহ ১১ জন। পুলিশ জানায়, পশ্চিম ইম্ফলের টেরা লৌকরাম লেইরাক এলাকায় মেলা চলছিল। সেখানেই আজ রাতে জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে । জখমদের রিমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy