Advertisement
১১ মে ২০২৪
Business

ভোটের সময় মোদীর রাজ্যের আলুচাষিদের বিরুদ্ধে মামলা তুলে নিল পেপসিকো

পেপসিকো ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, ‘‘ভারত সরকারের সঙ্গে আলোচনার পর ৪ জন আলুচাষি-সহ ৯ জনের বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।’’

ফাইল ছবি।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ১৩:০৫
Share: Save:

ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন রাখল মার্কিন বহুজাতিক সংস্থা পেপসিকো। তাদের জৈব প্রযুক্তিতে বানানো আলুর পেটেন্ট চুরি করার দায়ে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতের ৪ জন আলুচাষির বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিল মার্কিন বহুজাতিক সংস্থা পেপসিকো। জানাল, গোটা বিষয়টি তারা মিটিয়ে নেবে ‘আলাপ-আলোচনা’র মাধ্যমে। পেটেন্ট চুরির অভিযোগে ৪ জন আলুচাষি এবং ৫ জন আলু উৎপাদকের বিরুদ্ধে এপ্রিলে মামলা দায়ের করেছিল পেপসিকো। পেপসিকোর তরফে চাষি-পিছু ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়।

পেপসিকো ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, ‘‘ভারত সরকারের সঙ্গে আলোচনার পর ৪ জন আলুচাষি-সহ ৯ জনের বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।’’

তাদের জনপ্রিয় লে’জ পটেটো চিপ্‌সের জন্য পেপসিকো জৈব প্রযুক্তিতে যে বিশেষ ধরনের আলু বানিয়েছিল, তার নাম- ‘এফসি-৫ পটেটো’। বিশেষ ধরনের জৈব প্রযুক্তিতে বানানো পেপসিকোর এই ‘এফসি-৫’ আলুর বিশেষত্ব এটাই যে, তা দিয়ে খুব সহজে খুব সামান্য জলীয় বাষ্প দিয়ে পটেটো চিপ্‌সের মতো নানা ধরনের স্ন্যাক্স বানানো সম্ভব।

আরও পড়ুন- চাপের মুখে চাষিদের পাশে গুজরাত সরকার​

আরও পড়ুন- ‘রাজনীতিতে এলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে’​

পেপসিকোর তরফে গত এপ্রিলে আমদাবাদের একটি আদালতে অভিযোগ করা হয়, স্থানীয় ৪ জন আলুচাষি এবং ৫ জন আলু উৎপাদক বহুজাতিক সংস্থাটির পেটেন্ট চুরি করে প্রচুর পরিমাণে ‘এফসি-৫’ আলু ফলাচ্ছেন। এতে পেপসিকোর ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।

ভারতে পেপসিকো তাদের প্রথম পটেটো চিপ্‌সের প্ল্যান্ট বসায় ১৯৮৯ সালে। সেখানে বানানো ‘এফসি-৫’ আলুর একটি অংশ প্রতি বছরই তুলে দেওয়া হয় স্থানীয় আলুচাষিদের হাতে। সেই আলুর বীজ ক্ষেতে ফেলে আরও আলু ফলিয়ে তার একটি অংশ পেপসিকোর কাছে বেচতেন চাষিরা।

গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল গত মাসে আলুচাষিদের আশ্বস্ত করেন, পেপসিকোর সঙ্গে রাজ্য সরকার বিষয়টি আলাপ-আলোচনায় মিটিয়ে নেওয়ার জন্য কথা বলবে। বিরোধী দল কংগ্রেসও এ ব্যাপারে পেপসিকোর সমালোচনা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE