Advertisement
E-Paper

সুদ বাড়াল এসবিআই, বাড়ল বাড়ি-গাড়ির ইএমআই

অবিলম্বে সেই এমসিএলআরের বার্ষিক পরিমাণ ৭.৯৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হল। ২ বছরের ক্ষেত্রে এমসিএলআরের পরিমাণ ৮.০৫ শতাংশ থেকে বেড়ে হল ৮.২৫ শতাংশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ১৪:২১
মুম্বইয়ে স্টেট ব্যাঙ্কের সদর দফতর। ছবি- সংগৃহীত।

মুম্বইয়ে স্টেট ব্যাঙ্কের সদর দফতর। ছবি- সংগৃহীত।

দোল কি অনেকটাই রং হারাল স্টেট ব্যাঙ্কের ঘোষণায়?

তা সে বাড়ি বা গাড়ি কেনার জন্যই হোক অথবা অন্য কোনও খাতে, স্টেট ব্যাঙ্ক (এসবিআই) থেকে ঋণ নিলেই এ বার সুদ গুনতে হবে বেশি। আমার-আপনার ইএমআইয়ের পরিমাণ বেড়ে যাবে।

ন্যূনতম যে পরিমাণ সুদ না পেলে ব্যাঙ্ক টাকা ধার দিতে পারে না ঋণগ্রহীতাদের, তার নাম- ‘মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেস্‌ড লেন্ডিং রেট’ (এমসিএলআর)।

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অবিলম্বে সেই এমসিএলআরের বার্ষিক পরিমাণ ৭.৯৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হল। ২ বছরের ক্ষেত্রে এমসিএলআরের পরিমাণ ৮.০৫ শতাংশ থেকে বেড়ে হল ৮.২৫ শতাংশ।আর ৩ বছরের ক্ষেত্রে এমসিএলআরের পরিমাণ ৮.১ শতাংশ থেকে বেড়ে হল ৮.৩৫ শতাংশ।

আরও পড়ুন- ফের ৭% ছাড়াল বৃদ্ধি, আশা জাগাল পরিকাঠামো​

আরও পড়ুন- জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ, চিনকে টপকে ফের দ্রুততম ভারত​

আর তা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পরের দিনই স্টেট ব্যাঙ্কের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হল।

এর আগে দেয় ঋণের উপর সুদের হার বাড়িয়েছিল অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি। এসবিআইয়ের এই সিদ্ধান্তের পর আশঙ্কা, এ বার একই পথে হাঁটতে দেরি করবে না অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও।

SBI MCLR Lending Rates স্টেট ব্যাঙ্ক এমসিএলআর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy