অস্বস্তি তো ছিলই। গুরুগ্রামের জমি কেলেঙ্কারি নিয়ে ফের নতুন করে অভিযোগ দায়ের হওয়ায় প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার সেই অস্বস্তি বাড়ল কয়েক গুণ। জমি দুর্নীতির অভিযোগ এনে রবার্ট ও হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার বিরুদ্ধে নতুন ভাবে এফআইআর দায়ের করলেন সুরেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। অভিযোগপত্রে রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ এবং ওঙ্কারেশ্বর প্রপার্টিজ-এর নামও উল্লেখ করেছেন সুরেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানান, হরিয়ানার মানেসরের ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ কুমার।
অভিযোগপত্রে বলা হয়েছে, রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি গুরুগ্রামের সেক্টর ৮৩, সিখোপুর, সিকন্দরপুর, খেড়কি দৌলা এবং সিহি-তে সাড়ে ৭ কোটি টাকার বিনিময়ে জমি কিনেছেন। পরে সেই জমিগুলোই ৫৫ কোটি টাকায় বিক্রি করেন।
ভূপেন্দ্র সিংহ হুডা যখন হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন সে সময়ই রবার্ট গুরুগ্রামের বিভিন্ন জায়গায় জমি কেনেন। আর জলের দরে সেই জমি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল হুডার বিরুদ্ধে। এ নিয়ে সে সময় ব্যাপক হইচই হয়। হুডা সরকার ও রবার্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় বিজেপি। ২০১৪-তে হুডা সরকার পড়ে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সরকার ফের ওই দুর্নীতির বিরুদ্ধে তৎপর হয়। কী ভাবে জমি কেনার লাইসেন্স পেল রবার্টের সংস্থা, তা নিয়ে তদন্ত করতে ২০১৫-তে একটি কমিটি গঠন করে খট্টর সরকার। সেই তদন্ত চলাকালীনই দুর্নীতির ফের এই অভিযোগ বিজেপির হাতে অস্ত্র তুলে দিল বলে মনে করছে বিশেষজ্ঞমহল।