Advertisement
১৫ মে ২০২৪

ভারতীয় রেলের ইঞ্জিন ও কামরা বানাবে অ্যালস্টম, জেনারেল ইলেকট্রিক

এ দেশে বিদ্যুৎ ও ডিজেলে চলা ট্রেনের একটা বড় অংশ এ বার বানিয়ে দেবে দুই বিদেশি সংস্থা। ভারতীয় রেলের বিদ্যুৎ-চালিত ট্রেনগুলি বানাবে ফরাসি সংস্থা ‘অ্যালস্টম’। আর, ডিজেলে চলা ট্রেনগুলি বানাবে মার্কিন সংস্থা ‘জেনারেল ইলেকট্রিক’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ১৫:৪২
Share: Save:

এ দেশে বিদ্যুৎ ও ডিজেলে চলা ট্রেনের একটা বড় অংশ এ বার বানিয়ে দেবে দুই বিদেশি সংস্থা।

ভারতীয় রেলের বিদ্যুৎ-চালিত ট্রেনগুলি বানাবে ফরাসি সংস্থা ‘অ্যালস্টম’। আর, ডিজেলে চলা ট্রেনগুলি বানাবে মার্কিন সংস্থা ‘জেনারেল ইলেকট্রিক’।

ওই ট্রেনগুলি বানানোর জন্য মার্কিন ও ফরাসি সংস্থার সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতীয় রেলের। চুক্তি মোতাবেক, ভারতীয় রেলের ৮০০টি বিদ্যুৎ-চালিত ট্রেন বানিয়ে দেবে ফরাসি সংস্থা ‘অ্যালস্টম’। ওই ট্রেনগুলি বানানোর জন্য ফরাসি সংস্থাটি বিহারে একটি কারখানা গড়বে। তার জন্য ফরাসি সংস্থাটিকে দেওয়া হবে ২০ হাজার কোটি টাকা।

আর মার্কিন সংস্থা ‘জেনারেল ইলেকট্রিক’ বানিয়ে দেবে এক হাজার ডিজেলে চলা ট্রেন। ওই ট্রেন বানানো আর তার রক্ষণাবেক্ষণের জন্য এ দেশে প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মার্কিন সংস্থাটি। ডিজেলে চলা ট্রেনগুলি বানিয়ে দেওয়ার জন্য ‘জেনারেল ইলেকট্রিক-এর সঙ্গে ১৭ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতীয় রেলের।

রেলের মুখপাত্র অনিল সাক্সেনা আজ এই খবর দিয়ে জানিয়েছেন, ‘‘কেন্দ্রে নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর রেলের বেশ কয়েকটি ক্ষেত্রে একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই এই চুক্তি। এই প্রথম ট্রেন বানানোর জন্য ভারতীয় রেলের বরাত পেল কোনও বিদেশি সংস্থা।’’ মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর দৈর্ঘ্যের দিক দিয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম ভারতীয় রেলের আধুনিকীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিদ্যুৎ ও ডিজেলে চলা ট্রেন বানানোর জন্য আরও দু’টি বিদেশি সংস্থার সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় রেল-কর্তৃপক্ষ। তাদের একটি- কানাডার সংস্থা ‘বোমবার্ডিয়ার’। অন্যটি জার্মানির ‘সিমেন্স’। কিন্তু শেষ পর্যন্ত তাদের হারিয়ে দিয়ে ভারতীয় রেলের বরাত জিতে নিল ‘জেনারেল ইলেকট্রিক’ ও ‘অ্যালস্টম’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ge alstom rail coach fdi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE