Advertisement
০২ মে ২০২৪

ইমরানের জয়ে উচ্ছ্বাস জালন্ধরে

জো়র গলায় স্থানীয় এক জন বলে উঠলেন, ‘‘অসম্ভব। রাজনৈতিক চাপে তিনি কখনই মাথা নোয়াবেন না। আমাদের ইমরান যে পঞ্জাব দা পুত্তর!’’

সংবাদ সংস্থা
জালন্ধর শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০১:৩০
Share: Save:

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন ইমরান খান। আর এই নিয়েই গর্বের শেষ নেই ভারতের জালন্ধরের বস্তি দানিশমান্ডা অঞ্চলের বাসিন্দাদের। কিন্তু কেন? বছর পঁয়ষট্টির ফকির চাঁদ বলেন, ‘‘ইমরানের মা শৌকত খানুমের জন্ম এখানেই। তাঁর মামারবাড়ি ছিল এই এলাকাতেই!’’

এর পর ফকির ভেঙে পড়া একটি হলুদ বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘‘ওই ‘পিলি কোঠি’তেই থাকতেন শৌকতের পরিবার।’’ তাঁর দাবি, ইমরানের বাবার পরিবারও এখানকারই বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানান, ১৯৪০ সালে ইমরানের পূর্বপুরুষদের উদ্যোগেই তৈরি হয় জালন্ধরের ইসলামিয়া কলেজ। ওই অঞ্চলে ইমরানের এক পৈতৃক ভিটেতে এখনও একটি সান্ধ্য কলেজ রয়েছে। প্রসঙ্গত, ২০০৪ সালে এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন যে তাঁর পূর্বপুরুষেরা জালন্ধরের ৬০০ বছরের পুরনো বাসিন্দা। তবে দেশ ভাগের সময় বাধ্য হয়ে তাঁরা লাহৌরে চলে আসেন। বছর চারেক আগে পূর্বপুরুষদের ভিটে দেখতে ইমরান খান পরিবারের সঙ্গে ওই এলাকায় এসেছিলেন বলে জানালেন রবিন্দর ধির নামে এক স্থানীয়।

এলাকাবাসীদের মধ্যে যাঁরা ইমরানের এই জালন্ধর যোগের বিষয়ে জানেন, তাঁরা সকলেই এখন ব্যস্ত ইমরানের জয় উদ্‌যাপনে। তবে ইমরান প্রধানমন্ত্রী হলে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কি আরও খারাপ হতে পারে? জো়র গলায় স্থানীয় এক জন বলে উঠলেন, ‘‘অসম্ভব। রাজনৈতিক চাপে তিনি কখনই মাথা নোয়াবেন না। আমাদের ইমরান যে পঞ্জাব দা পুত্তর!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE