Advertisement
০২ মে ২০২৪

এই জায়গায় চিনের চেয়ে এগিয়ে ভারত!

বোঝা গেল, অন্তত দুর্নীতির ক্ষেত্রে ‘হিন্দি-চিনি ভাই ভাই’! কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত, সেই তালিকায় এক বার ভারত এগিয়ে থাকে। অন্য বার চিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ১৫:১৭
Share: Save:

বোঝা গেল, অন্তত দুর্নীতির ক্ষেত্রে ‘হিন্দি-চিনি ভাই ভাই’!

কোন দেশ কতটা দুর্নীতিগ্রস্ত, সেই তালিকায় এক বার ভারত এগিয়ে থাকে। অন্য বার চিন।

বিহারে ভোটের ফলাফল যা-ই হোক, প্রধানমন্ত্রী মোদীর পক্ষে সুখবর, আন্তর্জাতিক সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে’র তালিকায় এ বার চিনের অনেক নিচে জায়গা হয়েছে ভারতের। ওই তালিকায় চিনের ‘র‌্যাঙ্ক’ ১০০। আর ভারতের স্থান ৮৫ নম্বরে। ১৭৫টি দেশকে নিয়ে বানানো হয়েছে ওই তালিকা। তার মানে, দুর্নীতির নিরিখে গত এক বছরে ভারতকে ছাপিয়ে গিয়েছে চিন।

ক্ষমতাসীন হওয়ার পর যিনি ফের ‘হিন্দি-চিনি ভাই ভাই’-এর স্লোগান দিয়েছিলেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত। বলেছেন, ‘‘এতে প্রমাণ হল, আমরা ক্ষমতায় আসার পর ভারতে দুর্নীতি কমেছে।’’ গত লোকসভা ভোটে দ্বিতীয় ইউপিএ জমানার দুর্নীতিই ছিল বিজেপি-সহ এনডিএ জোট শরিকদের প্রচারের অন্যতম ইস্যু।

আজ জম্মু-কাশ্মীরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘’১৭ মাস আগে, আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখন সকলেরই মুখে মুখে ঘুরত ভারতের দুর্নীতির প্রসঙ্গ। আর এখন আমরা অনেক ব্যাপারে চিনের সঙ্গে শুধু টক্করই দিচ্ছি না, কোথাও কোথাও চিনকে ছাপিয়েও যাচ্ছি।’’

আগামী বছর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে’র রিপোর্ট বেরনোর পরেও মোদীকে এতটা খুশি খুশি দেখায় কি না, সেটাই দেখার!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India China transparency international rank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE