সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর প্রথম বার জেলা উন্নয়ন পরিষদ (ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল)-এর ভোট জম্মু-কাশ্মীরে। পাশাপাশি নির্বাচন ১২ হাজার ১৫৩টি পঞ্চায়েত আসনেও। ৮ দফার ভোটে শনিবার প্রথম রাউন্ডে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার গড়ে ৩৯.৬ শতাংশ। শেষ দফার ভোট না হওয়া পর্যন্ত এগজিট পোলের ফলাফল ঘোষণায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। জঙ্গি হানার আশঙ্কায় এমনিতেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া উপত্যকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অশান্তির কোনও খবর নেই।
কাশ্মীরের বদগামে ভোট পড়েছে ৪৭.৪ শতাংশ। এ ছাড়া গান্ডেরবালে ৩৬.২ শতাংশ, বন্দিপোরায় ৩৪.১ শতাংশ এবং কুপওয়ারাতেও ৩৪.১ শতাংশ ভোট পড়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বারামুলায় ২৫.৫ শতাংশ, শ্রীনগরে ২৯.৯ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া শোপিয়ানে ২২.৩ শতাংশ, কুলগামে ২৪.৪ শতাংশ এবং অনন্তনাগে ২৬.৬ শতাংশ ভোট পড়েছে। তবে দুপুর ১টা পর্যন্ত পুলওয়ামায় ভোট পড়েছে মাত্র ৬ শতাংশ।
জম্মুর ভোটদানের ছবিটা অবশ্য ভিন্ন। সেখানে কিস্তওয়ারে ২৭.১ শতাংশ, ডোডায় ৫০.৬ শতাংশ এবং রামবানে ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে। উধমপুরে ভোটদানের হার ৪৫ শতংশ, কাঠুয়ায় ৫৪.২ শতাংশ, সাম্বায় ৫৯.২ শতাংশ এবং জম্মুতে ৪৮.৯ শতাংশ এবং পুঞ্চে ৫৫.৪ শতাংশ।