Advertisement
০৩ মে ২০২৪

বিমানে কানহাইয়ার গলা টিপে ধরার চেষ্টা

ফের আক্রান্ত হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমার। এর আগে তাঁকে লক্ষ করে জুতো ছোড়া হয়েছে। এ বার একেবারে কানহাইয়ার গলা টিপে ধরার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০২:৫৩
Share: Save:

ফের আক্রান্ত হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমার। এর আগে তাঁকে লক্ষ করে জুতো ছোড়া হয়েছে। এ বার একেবারে কানহাইয়ার গলা টিপে ধরার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

সম্প্রতি হায়দরাবাদ ও নাগপুরে কানহাইয়ার দিকে উড়ে এসেছে জুতো। আর রবিবার কানহাইয়ার অভিযোগ, জেট এয়ারওয়েজ বিমানে এক সহযাত্রী তাঁর গলা টিপে ধরার চেষ্টা করেন। এ দিন কয়েক জন বন্ধুর সঙ্গে মুম্বই থেকে পুণের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কানহাইয়া। বিমানে ওঠার পরেই এই ঘটনা। ছাত্রনেতা টুইটে
বলেন, ‘‘আবার হামলার শিকার হলাম আমি। এ বার বিমানে এক ব্যক্তি আমার গলা টিপে ধরার চেষ্টা করল।’’ অভিযুক্ত মানসজ্যোতি ডেকাকে আটক করা হয়েছে। বিমান থেকে নেমে সড়ক পথেই ছাত্রনেতাকে পুণে যেতে হয়। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

পুণের সভায় নরেন্দ্র মোদী এবং আরএসএস-এর তীব্র সমালোচনা করেন কানহাইয়া। বলেন, ‘‘মোদী দেশের প্রধানমন্ত্রী। আর আরএসএস তাঁর শক্তি। এই দু’জন মিলে দেশটাকে সাম্প্রদায়িকতা এবং দলিত-বিরোধী নীতির গবেষণাগার করে তুলেছে।’’

এ দিন বিমানের ঘটনাতেই আঙুল উঠেছে বিজেপির দিকে। কানহাইয়ার অভিযোগ, ডেকা কট্টর বিজেপি সমর্থক। সমস্ত অভিযোগ অস্বীকার করে ডেকা বলেন, ‘‘সস্তা জনপ্রিয়তার জন্যই এই ধরনের অভিযোগ করছেন কানহাইয়া।’’ অভিযুক্ত জানান, তিনি পুণের টিসিএসের কর্মী। কলকাতা থেকে মুম্বই হয়ে তিনি পুণে যাচ্ছিলেন। সঙ্গে কয়েক জন বন্ধু ছিলেন। ডেকা পুলিশকে বলেছেন, ‘‘আমি জানলার ধারের আসনে বসে ছিলাম। মাঝের আসনে বসেছিলেন কানহাইয়া। আর কানহাইয়ার পাশে বসেছিলেন তাঁর বন্ধু ধীরজ শর্মা। ওঠার সময় হোঁচট খেয়ে আমি কানহাইয়ার গায়ে পড়ে যাই। সেই সময় আমার হাতটা কানহাইয়ার গলায় লেগে যায়।’’ এর পরেই দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। কানহাইয়া-সহ ন’জনকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

কানহাইয়ার বন্ধু ধীরজ পুলিশের কাছে ডেকার নামে অভিযোগ দায়ের করেন। ডেকাও পাল্টা আট জনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন। কিন্তু ডেকার অভিযোগপত্রে কানহাইয়ার নাম নেই বলে এক পুলিশকর্তা জানিয়েছেন।

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, কানহাইয়া ও ডেকার বসার জায়গা পাশাপাশি ছিল। ভুল করে ডেকা কানহাইয়ার পা মাড়িয়ে দেন। পড়ে যেতে গিয়েই তিনি কানহাইয়ার কাঁধ ধরে ফেলেন। এই নিয়েই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে। তবে ডেকার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুণেতে কানহাইয়া বলেন, ‘‘পুলিশ মিথ্যা কথা বলছে। বলছে ঝামেলাটা হয়েছে বসার জায়গা নিয়ে। কিন্তু মুম্বইয়ে বসার জায়গা নিয়ে ঝগড়া হয় লোকাল ট্রেনে। বিমানে নয়।’’

এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে নেতাদের বাগ্‌যুদ্ধও। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাম শিন্দের অভিযোগ, বিজেপি শাসিত মহারাষ্ট্রের বদনাম করার জন্যই কানহাইয়া এই সব অভিযোগ করছেন। শিন্দের কথায়, ‘‘বিমানে ওঠার আগে পর্যন্ত কানহাইয়াকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু বিমানের মধ্যে কাউকেই নিরাপত্তা দেওয়া হয় না। আমিও উড়ানে কোনও রকম নিরাপত্তা পাই না।’’ আরও জানান, বিষয়টি যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা বলে জানিয়েছে পুলিশ। কানহাইয়ার অভিযোগ ভিত্তিহীন। সিপিআই নেতা বালচন্দ্র কাঙ্গোর পাল্টা দাবি, ‘‘গণতন্ত্র-বিরোধী শক্তি পূর্বপরিকল্পিত ভাবেই কানহাইয়ার উপর এই হামলা চালিয়েছে। যাতে এই ছাত্রনেতা পুণের অনুষ্ঠানে অংশ নিতে না পারেন।’’ এ দিন নাসিকে কানহাইয়ার পাশে দাঁড়িয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও। বিজেপির সমালোচনায় তিনি বলেন, ‘‘কানহাইয়াকে দেশদ্রোহী তকমা দেওয়া ভুল।’’ তাঁর কথায়, ‘‘কে কানহাইয়ার জন্ম দিয়েছে? দেশে কমবয়সি প্রচুর। সরকারের উচিত তাদের দিকে নজর দেওয়া। এ ভাবে তাঁদের গায়ে দেশদ্রোহী তকমা সাঁটলে তাঁরা দেশের হয়ে কাজ করতে পারবেন না এবং বিজেপি যুব সম্প্রদায়ের সমর্থন হারাবে।’’

জেট এয়ারওয়েজকেও একহাত নেন কানহাইয়া। টুইটারে তিনি অভিযোগ করেন, ‘‘ঘটনার পরে বিমানের কর্মীরা অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।’’ তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ ছাত্র নেতা টুইট করেন, ‘‘জেট এয়ারওয়েজের কাছে হামলাকারী এবং আক্রান্তের মধ্যে কোনও ফারাক নেই।’’ জেট এয়ারওয়েজও পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার কারণেই কয়েক জনকে নামিয়ে দেওয়া হয়।

আর সব দেখে শুনে নড়েচড়ে বসেছে পুণে প্রশাসন। কানহাইয়ার নিরাপত্তা জোরদার করেছে পুণে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kanhaiya kumar JNU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE