List of few Padma awardees from sports and Bollywood sectors in 2019 dgtl
padma awardees
গৌতম গম্ভীর থেকে কাদের খান, খেলা এবং বিনোদন জগতের যাঁরা এ বার পদ্ম পুরস্কার পেলেন
পদ্ম সম্মান। দেশের সর্বোচ্চ পুরস্কারগুলি অন্যতম। সারা বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করেছেন যে যশস্বীরা, তাঁদেরই সম্মান জানান রাষ্ট্রপতি। এ বছর সিনেমা ও খেলার জগতের কারা এই সম্মান পেলেন? দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১১:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
পদ্ম সম্মান। দেশের সর্বোচ্চ পুরস্কারগুলি অন্যতম। সারা বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করেছেন যে যশস্বীরা, তাঁদেরই সম্মান জানান রাষ্ট্রপতি। এ বছর সিনেমা ও খেলার জগতের কারা এই সম্মান পেলেন? দেখে নেওয়া যাক।
০২১৬
পদ্মভূষণ সম্মান পাচ্ছেন বাচেন্দ্রি পাল। প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি।