Advertisement
১৯ মে ২০২৪
general-election-2019-national

ভোট শেষ হল না, নিশ্চিত নয় বিরোধী জোটও, কাটআউটে কিন্তু এখনই মায়া ‘প্রধানমন্ত্রী’

৬৩ বছর বয়সি দলিত নেত্রী আগে চার বার এই এলাকা থেকে ভোটে জিতে লোকসভায় গিয়েছেন। তখন ছিল আকবরপুর। নতুন করে সীমা নির্ধারণের পরে এলাকাটি এখন অম্বেডকর নগর লোকসভা কেন্দ্রের অধীন।

মায়াবতী। —ফাইল চিত্র।

মায়াবতী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা 
লখনউ শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১১:৫৪
Share: Save:

মায়াবতী ফের ইঙ্গিত দিলেন, প্রধানমন্ত্রী পদের দৌড়ে ভাল রকম রয়েছেন তিনি। এ বারের ইঙ্গিতটি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। উত্তরপ্রদেশের অম্বেডকর নগরে এক এক জনসভায় বিএসপি নেত্রী বলেছেন, ‘‘সব ঠিকঠাক চললে, আমাকে এখান থেকেই নির্বাচনে লড়তে হবে। কারণ জাতীয় রাজনীতির পথ গিয়েছে এই অম্বেডকর নগর দিয়েই।’’ সোমবার বহেনজি যখন এ কথা বলছেন, তাঁর সভামঞ্চের পিছনে শোভা পাচ্ছিল তাঁর এক বিশাল কাটআউট। তাতে লেখা, ‘প্রধানমন্ত্রী’!

৬৩ বছর বয়সি দলিত নেত্রী আগে চার বার এই এলাকা থেকে ভোটে জিতে লোকসভায় গিয়েছেন। তখন ছিল আকবরপুর। নতুন করে সীমা নির্ধারণের পরে এলাকাটি এখন অম্বেডকর নগর লোকসভা কেন্দ্রের অধীন। দলের প্রার্থী তালিকা ঘোষণার সময়েই মায়া জানিয়ে দিয়েছিলেন, আপাতত ভোটে দাঁড়াচ্ছেন না। কেন্দ্রে সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি হলে দলের কোনও সাংসদকে ইস্তফা দিইয়ে, নিজে ভোটে লড়বেন।

আজ সম্ভাব্য কেন্দ্রটির কথাও জানিয়ে দিলেন বহেনি। সঙ্গে মনে করিয়ে দিলেন, ১৯৯৫ সালে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন, তখনও তিনি বিধানসভার সদস্য ছিলেন না। মায়াবতী এ দিন ঘোষণা করেন, ‘‘নমো নমো করার দিন শেষ, এ বার দিন তাঁদের, যাঁরা জয় ভীম বলেন।’’ সংবিধান প্রণেতা ভীমরাও অম্বেডকরের স্মরণে এই স্লোগানই তোলেন বিএসপি নেতা-কর্মীরা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE