Advertisement
১৯ মে ২০২৪

কংগ্রেসের সঙ্গে আপস নয়: মায়া

এসপি নেতা অখিলেশ সিংহ যাদবের সঙ্গে কংগ্রেসের নেতৃত্বের সম্প্রতি কিছু ‘ব্যাক চ্যানেল’ কথাবার্তা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে চাপে ফেলার জন্য বেশ কিছু আসনে সমঝোতার অনুরোধ  জানানো হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০৪:১৩
Share: Save:

গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস সূত্রে আশা প্রকাশ করা হলেও গোড়া থেকেই বিএসপি নেত্রী মায়াবতী বলে আসছিলেন, উত্তরপ্রদেশে রাহুল গাঁধীর দলের সঙ্গে কোনও সমঝোতা নয়। আজ দলীয় বৈঠকের পরে সে কথাই ঘোষণা করে তিনি জানিয়েছেন, এসপি-বিএসপি জোটই বিজেপিকে হারানোর জন্য যথেষ্ট। কংগ্রেসের সঙ্গে উত্তরপ্রদেশই শুধু নয়, দেশের কোথাও কোনও সমঝোতা করবে না তাঁর দল।

এসপি নেতা অখিলেশ সিংহ যাদবের সঙ্গে কংগ্রেসের নেতৃত্বের সম্প্রতি কিছু ‘ব্যাক চ্যানেল’ কথাবার্তা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে চাপে ফেলার জন্য বেশ কিছু আসনে সমঝোতার অনুরোধ জানানো হয়েছিল। সূত্রের খবর, প্রাথমিক ভাবে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তাও করেন এসপি নেতৃত্ব। কিন্তু মায়াবতী আসন সমঝোতার প্রশ্নে অনড় ছিলেন গোড়া থেকেই। অমেঠি এবং রায়বরেলীর বাইরে কংগ্রেসকে আর কোনও আসন ছাড়ার প্রশ্নে যে তিনি নারাজ তা স্পষ্ট জানিয়ে দেন অখিলেশকে। রাজনৈতিক সূত্রের মতে, অখিলেশও চাননি যথেষ্ট কাঠখড় পুড়িয়ে গড়া বিএসপি-র সঙ্গে জোটটি ভেস্তে যাক বা মায়াবতী বিজেপির বন্ধনীতে চলে যান।

তবে রাজনৈতিক শিবির বলছে, ফলেন পরিচয়তে! মুখে যে যাই বলুন, আসন্ন লোকসভা নির্বাচনের গোড়াতেই লিটমাস পরীক্ষার সামনে পড়ছে এই জোট। পশ্চিম উত্তরপ্রদেশের প্রথম দফার ১৬টি আসনের লড়াইকে এ ভাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ১৬টির মধ্যে বিএসপি লড়ছে ১০টি এবং এসপি ও আরএলডি ৩টি করে আসনে। গত লোকসভা নির্বাচন এবং ২০১৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে এখানে অন্য কোনও দলকে খাতা খুলতে দেয়নি বিজেপি। এই অঞ্চলটিতে মেরুকরণের রাজনীতি বরাবরই কার্যকর হয়। বিজেপি-বিরোধী মহাজোট এ বার সামগ্রিকভাবে কেমন ফল করবে তার প্রথম পরীক্ষাই এই পশ্চিম উত্তরপ্রদেশের গেরুয়া গড়ে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গত লোকসভায় পশ্চিম উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় কী ভাবে বয়ে গিয়েছিল তা বোঝা যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম ব্যবধানে জেতা আসনটি দেখেই (গাজ়িয়াবাদ)। ওই আসনে সাড়ে পাঁচ লক্ষ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী ভি কে সিংহ। পাশাপাশি মুজফ্‌ফরনগর থেকে চার লক্ষ ভোটে জিতেছিলেন বিজেপি-র সঞ্জীব বালিয়ান। গোষ্ঠী সংঘর্ষের জন্য সে সময়ে কুখ্যাত হয়ে ওঠা এই মুজফ্‌ফরনগরে এ বার বিজেপির জেতার সম্ভাবনা নেই বলেই দাবি করছে আরএলডি। কারণ এই আসন থেকে দাঁড়িয়েছেন প্রবীণ জাঠ নেতা অজিত সিংহ। প্রচারে তিনি বলছেন, ‘‘২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এসেছিল মুজফ্‌ফরনগরে গোষ্ঠী সংঘর্ষে মদত দিয়ে। এ বারের নির্বাচনে এখান থেকেই তাদের বিদায়পর্বের সূচনা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE