Advertisement
১১ মে ২০২৪
Jan Dhan Yojana

15 lakh: অ্যাকাউন্টে আসা ১৫ লাখে বাড়ি বানালেন কৃষক, ৬ মাস বাদে ব্যাঙ্ক বলল ‘মিসটেক’!

আচমকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেখে কৃষক ভেবেছিলেন, মোদীজি ‘প্রতিশ্রুতি’ রাখলেন। আসলে ব্যাঙ্কের ভুলেই টাকা ঢোকে অ্যাকাউন্টে।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
অওরঙ্গাবাদ শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৩
Share: Save:

আচমকাই নিজের জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকতে দেখে জ্ঞানেশ্বর ওটের ভেবেছিলেন, প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাকাউন্টে আসা সেই টাকা দিয়ে একটি বাড়ি বানান পেশায় কৃষক জ্ঞানেশ্বর। কিন্তু ৬ মাস পর ব্যাঙ্ক জানায়, ভুল করে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে অন্য কাউকে পাঠানো টাকা। টাকা ফেরানোর ভাবনায় এখন ঘুম উড়েছে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদের ওই কৃষকের।

গত বছরের অগস্টে নিজের জনধন অ্যাকাউন্টে আচমকাই ১৫ লক্ষ টাকা জমা পড়তে দেখে চোখ কপালে উঠেছিল জ্ঞানেশ্বরের। ভেবেছিলেন, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি অবশেষে পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশিতে মোদীকে ধন্যবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিলেন। তার পর তাঁর অ্যাকাউন্টে জমা পড়া টাকা থেকে ৯ লক্ষ টাকা তুলে নিজের বাড়ি তৈরি করান জ্ঞানেশ্বর। মাস ছয়েক পর এক দিন তাঁর হাতে আসে ব্যাঙ্কের চিঠি। তাতে লেখা, ‘৬ মাস আগে ভুল করে আপনার ব্যাঙ্কের খাতায় বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছিল। ওই টাকা দ্রুত ফেরানোর ব্যবস্থা করুন।’

জানা যায়, ওই ১৫ লক্ষ টাকা আসলে পিম্পলওয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের খাতে পাঠানো হয়েছিল। যা ব্যাঙ্কের ভুলে গিয়ে ঢোকে জ্ঞানেশ্বরের অ্যাকাউন্টে। ভুল ধরা পড়তে পেরিয়ে গিয়েছে ৬ মাস। চিঠি পেয়ে জ্ঞান হারানোর দশা জ্ঞানেশ্বরের! তিনি বলেন, ‘‘মোদীজি পাঠিয়েছেন ভেবেই আমি সন্দেহ করিনি। এত দিনে ওই টাকায় বাড়ি তৈরি করিয়েছি। এখন শুনছি উন্নয়নের জন্য ওই টাকা পঞ্চায়েতকে পাঠানো হয়েছিল। ভুল করে তা চলে আসে আমার খাতায়। এখন আমি কী করব!’’

নতুন বাড়িতে বসে জ্ঞানেশ্বরের আক্ষেপ, ‘‘৯ লক্ষ খরচ হয়ে গিয়েছে। বাকি ৬ লক্ষ ছিল, তা ফিরিয়ে দিয়েছি। এখন ৯ লক্ষ টাকা আমি কোথা থেকে পাই!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE