Advertisement
E-Paper

Telangana: তেলঙ্গানা বিল নিয়ে বিতর্কিত মন্তব্য, মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব টিআরএস-এর

মোদীর অভিযোগ, ২০১৪-য় কোনও আলোচনা ছাড়াই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল’ পাশ করিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দলের অভিযোগ, অন্ধ্রপ্রদেশে ভেঙে তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে রাজ্যসভায় অবমাননাকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর রাজ্যসভায় জবাবি বক্তৃতায় মোদী দাবি করেছিলেন, ২০১৪-র জুন মাসে কোনও আলোচনা ছাড়াই কেবলমাত্র সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল’ পাশ করিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। তিনি বলেন, ‘‘ওই বিল লোকসভায় পেশ করার সময় সভার দরজা বন্ধ করে দেওয়া হয়। সাংসদদের মাইক্রোফোনের সংযোগ ছিন্ন করা হয়। কংগ্রেসের কয়েক জন সাংসদকে পেপার স্প্রে ব্যবহার করতে দেখা গিয়েছিল।’’

বস্তুত, মনমোহন সিংহের জমানার শেষপর্বে অন্ধ্রপ্রদেশ বিভাজনের ওই বিল নিয়ে উত্তাল হয়েছিল সংসদ। সীমান্ধ্র এলাকায় এক কংগ্রেস সাংসদ তেলঙ্গানা গঠনের বিরুদ্ধে লোকসভায় পেপার স্প্রে ছড়িয়েছিলেন। সেই প্রসঙ্গেরই উল্লেখ ছিল মোদীর বক্তৃতায়। যদিও সে সময় তাঁর দল বিজেপি-র সাংসদরা তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে পুরোপুরি মনমোহন সরকারের পাশে দাঁড়িয়েছিল।

সংসদে মোদীর ওই মন্তব্যের পরেই তেলঙ্গানায় শাসকদল টিআরএস এবং বিরোধী কংগ্রেস প্রতিবাদে সরব হয়। বৃহস্পতিবার টিআরএস সংসদীয় দলের নেতা কে কেশব রাও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর মন্তব্যে সংসদীয় রীতি এবং তেলঙ্গানার প্রতি অবমাননা স্পষ্ট। তাই আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি।’’ প্রসঙ্গত, চলতি মাসেই টিআরএস প্রধান চন্দ্রশেখর কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে বলেছিলেন, ‘‘বিজেপি-কে এ বার বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার সময় এসেছে।’’

TRS K Chandrasekhar Rao BJP Narendra Modi Telangana Andhra Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy