যে সব সমাজকর্মী ও মানবাধিকার আন্দোলনের কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ‘যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ’ রয়েছে বলে ফের জানিয়ে দিল মহারাষ্ট্র পুলিশ।
আজ মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত ডিজি পরম বীর সিংহ বলেন, ‘‘গত জুনে এবং এই মাসে বিভিন্ন শহরে যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, আগেই তাঁদের সঙ্গে মাওবাদী যোগসূত্র পাওয়া গিয়েছিল। তল্লাশির পরে যা তথ্যপ্রমাণ আমরা পেয়েছি, তাতে এই যোগসূত্র আরও মজবুত হয়েছে।’’
এডিজি-র কথায়, ‘‘বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এঁরা চেষ্টা চালাচ্ছিলেন। রোনা জ্যাকব উইলসনের কম্পিউটার থেকে আমরা যে চিঠি পেয়েছি তাতে লেখা রয়েছে, ‘মোদী-রাজের অবসান ঘটাতে আমাদের বাস্তবসম্মত পদ্ধতি নিতে হবে। রাজীব গাঁধীর মতো ঘটনা ঘটানো যায় কি না, ভাবছি।’ সমাজকর্মী রোনাকে জুন মাসে গ্রেফতার করেছিল পুলিশ।