সেনা অস্ত্রাগারের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৭ জনের। আহত অন্তত ১৯। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুলগাঁওয়ে। নিহতদের মধ্যে ২ জন সেনা অফিসার এবং ১৫ জন নিরাপত্তাবাহিনীর সদস্য রয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সেনা সূত্রে খবর, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরের এই সেনা অস্ত্রাগারে রাত ২টো নাগাদ হঠাত্ই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন মূল অস্ত্রাগারের পাশের একটি ছোট গুদামে আগুন লেগেছে। সেখানে বেশ কিছু বিস্ফোরকও ছিল। মুহূর্তের মধ্যে আগুন মূল অস্ত্রাগারের দিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে মৃত্যু হয় ১৭ জনের। কিছু ক্ষণের মধ্যে মূল অস্ত্রাগারের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাশের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় সেনাকর্মীদের। আগুন নিয়ন্ত্রণে এলেও আরও বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সেনাকর্তারা। অস্ত্রাগারের কাছাকাছি গ্রামগুলি খালিও করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে সেনার তরফে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy