Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Ausgram Unrest

ফুটবল ম্যাচে মারামারি! আউশগ্রামে জখম বেশ কয়েক জন

স্থানীয় সূত্রে খবর, প্রতাপপুর গ্রামে পল্লিমঙ্গল ক্লাব ১৬টি দলের মধ্যে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল।

ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তি আউশগ্রাম।

ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তি আউশগ্রাম। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আউশগ্রাম শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২৩:৪২
Share: Save:

ফুটবল ম্যাচ চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রতাপপুর গ্রামে। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের বননবগ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রতাপপুর গ্রামে পল্লিমঙ্গল ক্লাব ১৬টি দলের মধ্যে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে সেই প্রতিযোগিতা। বুধবার বিকেলে ছিল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে ভাতকুণ্ডা বিকে লোকাল বয়েজ টিমের সঙ্গে মিহিজাম জামতাড়া ক্লাবের খেলা ছিল। ওই খেলার শেষের দিকে ঝামেলা শুরু হয়। ভাতকুণ্ডা বিকে লোকাল বয়েজ টিমের কর্তা আয়ুব খান বলেন, ‘‘দ্বিতীয়ার্ধে বিপক্ষ দল একটি আউট থ্রোয়িং করে। আমাদের গোলকিপার বলটি বার করে দেয়। তারপর ফের খেলা শুরু। কিন্তু জামতাড়ার সমর্থকেরা মাঠের বাইরে ঝামেলা শুরু করলে সেটি গোল হয়েছে বলে ঘোষণা করে দেওয়া হয়। আমরা প্রতিবাদ করি। তখন প্রতাপপুর ক্লাবের কিছু সদস্য লাঠিসোঁটা বার করে আমাদের উপর চড়াও হন। বেধড়ক মারধর করে।’’ আয়ুবের দাবি, তাঁদের ৮ জন জখম হয়েছেন।

অন্য দিকে পল্লিমঙ্গল ক্লাবের কর্তা মহম্মদ মহসীনের অভিযোগ, ‘‘ভাতকুণ্ডার লোকজন আমাদের গোল জাজের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। আমরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ হয়। আমাদেরও তিনজন আহত হয়েছেন।’’

অন্য বিষয়গুলি:

Ausgram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE