Advertisement
E-Paper

মোবাইল ডেটা ব্যবহারে ভারতই শীর্ষে, দাবি নীতি আয়োগ প্রধানের

প্রতি মাসে ভারতে মোবাইল ডেটার ব্যবহার হয় ১৫০ কোটি গিগাবাইট। মোবাইল ডেটার ব্যবহারের নিরিখে ভারতই এখন বিশ্বে এক নম্বর দেশ। এমনকী, আমেরিকা ও চিনে মোট যে পরিমাণ মোবাইল ডেটার ব্যবহার হয়, তার চেয়েও তা বেশি হয় ভারতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মোবাইল ফোনে বিশ্ব পরিক্রমা (মোবাইল ইন্টারনেট) সবচেয়ে বেশি হয় ভারতেই!

তাই মোবাইল ডেটা ভারতেই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এ ব্যাপারে ভারতের চেয়ে কয়েক কদম পিছিয়ে তথ্য প্রযুক্তির ‘ভূস্বর্গ’ আমেরিকা। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ চিনও। শুধু তাই নয়, আমেরিকা ও চিনে মোবাইল ডেটার মোট ব্যবহারের পরিমাণকেও ছাপিয়ে গিয়েছে ভারতে মোবাইল ডেটা ব্যবহারের পরিমাণ।

ভারতের নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অমিতাভ কান্ত তাঁর টুইটে এই দাবি করেছেন। তবে কোন তথ্য, পরিসংখ্যানের ভিত্তিতে তাঁর এই দাবি, তা উল্লেখ করেননি তিনি।

নীতি আয়োগের সিইও তাঁর টুইটে লিখেছেন, ‘‘চমকে দেওয়ার মতো তথ্য! প্রতি মাসে ভারতে মোবাইল ডেটার ব্যবহার হয় ১৫০ কোটি গিগাবাইট। মোবাইল ডেটার ব্যবহারের নিরিখে ভারতই এখন বিশ্বে এক নম্বর দেশ। এমনকী, আমেরিকা ও চিনে মোট যে পরিমাণ মোবাইল ডেটার ব্যবহার হয়, তার চেয়েও তা বেশি হয় ভারতে।’’

আরও দেখুন- ফোনের আইএমইআই নম্বর জানেন তো? নইলে বিপদে পড়তে পারেন​

আরও পড়ুন- আমাদের মতোই আরও একটা সৌরমণ্ডল আছে! জানাল নাসা​

মোবাইল ডেটার ব্যবহার এত বাড়ল কী ভাবে?

টেলিকম বিশেষজ্ঞরা বলছেন, মূলত রিলায়্যান্স ও জিও’র দৌলতেই ভারতে মোবাইল ডেটার ব্যবহারের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গ্রাহকদের সস্তায় আরও বেশি ডেটা দেওয়ার প্রতিযোগিতাও শুরু হয়েছে দুই সংস্থার মধ্যে।

মোবাইল ডেটার ব্যবহার: কী বলেছিলেন মুকেশ অম্বানী?

চলতি বছরের গোড়ার দিকে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুকেশ অম্বানী দাবি করেছিলেন, ‘‘মোবাইল ডেটার ব্যবহারে ভারত এখন বিশ্বে এক নম্বরে পৌঁছেছে। শুধু জিও’র গ্রাহকরাই ফি মাসে ১০০ কোটি গিগাবাইটেরও বেশি মোবাইল ডেটা ব্যবহার করেন। যার মানে, দিনে ৩.৩ কোটি গিগাবাইটেরও বেশি মোবাইল ডেটার ব্যবহার হয়।’’

ভারতীয়রা মূলত কী কী ভাবে ইন্টারনেটকে ব্যবহার করেন মোবাইলে?

এ ব্যাপারে লগ্নি সংস্থা ‘ওমিডিয়ার নেটওয়ার্ক’-এর একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে গত সপ্তাহেই। সেই রিপোর্টের দাবি, ভারতে যাঁরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত, তাঁরা তাঁদের সময়ের ৭০ ভাগই ইন্টারনেট করেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপের জন্য। সঙ্গে থাকে বিভিন্ন মিউজিক ও বিনোদনের অ্যাপেও তাঁদের পরিক্রমা! এটা আমেরিকার মোবাইল ব্যবহারকারীদের চেয়ে অনেকটাই বেশি। তাঁরা মোবাইলে ওই অ্যাপগুলি ‘ভিজিট’ করত তাঁদের সময়ের অর্দ্ধেকটা (৫০ শতাংশ) খরচ করেন।

মার্কিনরা মোবাইলে অ্যাপস ঘাঁটাঘাঁটি করেন দিনে গড়ে ৫ ঘণ্টা!

তবে বিভিন্ন মোবাইল অ্যাপে ভারতীয়দের চেয়ে দিনে গড়ে বেশি সময় খরচ করেন মার্কিনরা। বিভিন্ন মোবাইল অ্যাপ ঘাঁটাঘাঁটি করতে দিনে গড়ে ২০০ মিনিট বা সাড়ে ৩ ঘণ্টা সময় খরচ করেন ভারতীয়রা। আর মার্কিনরা খরচ করেন গড়ে ৩০০ মিনিট বা ৫ ঘণ্টা।

Mobile Data Amitabh Kant Niti Ayog অমিতাভ কান্ত নীতি আয়োগ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy