Advertisement
০৬ মে ২০২৪
Ravi Shastri

শাস্ত্রীর টুইটের ক্রিকেটীয় জবাব মোদী-অমিত শাহের

গো বলয় ৮ মার্চের পর কার্যত গেরুয়া বলয়ে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশে একাই ৩১২টি আসন পেয়ে নিরঙ্কুশ ক্ষমতায় এসেছে বিজেপি। এই জয়ের অন্যতম কারিগর নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। বাদ যায়নি ক্রিকেট দুনিয়াও।

ক্রিকেটীয় জবাব!

ক্রিকেটীয় জবাব!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৮:৪৭
Share: Save:

গো বলয় ৮ মার্চের পর কার্যত গেরুয়া বলয়ে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশে একাই ৩১২টি আসন পেয়ে নিরঙ্কুশ ক্ষমতায় এসেছে বিজেপি। এই জয়ের অন্যতম কারিগর নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। বাদ যায়নি ক্রিকেট দুনিয়াও।

সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী টুইট করে মোদী এবং অমিত শাহকে অভিনন্দন জানান। উত্তরপ্রদেশের জয়কে ‘ল্যান্ডস্লাইড উইন’ বলে দাবি করেন তিনি। এবং ট্রেসার বুলেটের মতো এই জুটি ৩০০-র গণ্ডি পেরিয়েছেন বলে প্রশংসাও করেন।

আরও পড়ুন- সুকমায় মৃত জওয়ান পরিবারদের ১ কোটি ৮ লক্ষ টাকা দিলেন অক্ষয় কুমার

শাস্ত্রীর এই টুইটের জবাব দিতে বেশি সময় নেননি নরেন্দ্র মোদী। তিনি ক্রিকেটীয় ভাষায় বলেন, “ট্রেসার বুলেট হয়তো নয়। দিনের শেষে সত্যিকারের বিজেতা হল গণতন্ত্রই।” নরেন্দ্র মোদীর এমন মজার টুইটে মজে গিয়েছে গোটা দেশ। সঙ্গে সঙ্গে ১০ হাজারের বেশি টুইটারেত্তি লাইক করেন তাঁর পোস্ট।

কিন্তু এর ক্লাইম্যাক্স আসে অমিত শাহের দুর্দান্ত টুইটে। তিনিও ক্রিকেটীয় ভাষায় রবি শাস্ত্রীর অভিনন্দনের উত্তরে ধন্যবাদ জানান। টুইটে লেখেন, দল যে ৩০০-র বেশি স্কোর করেছে এর পিছনে মোদী সরকার এবং বিজেপি কর্মীদের অনেক সিঙ্গল রান রয়েছে। মোদী-অমিত শাহ-র এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অমিত শাহ-র টুইটে এক ভক্ত এই জয়ের পিছনে নামহীন সৈন্যদের কৃতিত্ব দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান। কেউ আবার ২০১৯ লোকসভা নির্বাচনে লারার ৪০০ রেকর্ড ভাঙার অনুরোধ জানিয়েছেন বিজেপি সভাপতিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Shastri Narendra Modi Amit Shah UP Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE