তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ‘ন্যাসকম’-এর অনুষ্ঠানে আজ কেন্দ্রীয় সরকারের ডিজিটাল উদ্যোগ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, সরকারের ডিজিটাল প্রশাসনের কারণে আজ ভারতের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণি দুর্নীতিহীন পরিষেবার সুযোগ পাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, দেশে কালো টাকা তত কমছে বলে মন্তব্য করেছেন মোদী।
তাঁর এই মন্তব্যের পর তৃণমূল নেতৃত্বের পাল্টা প্রতিক্রিয়া, মোদী সরকার প্রথম বার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল একশো দিনের মধ্যে বিদেশি ব্যাঙ্কে রাখা এ দেশের সমস্ত কালো টাকা ফিরিয়ে আনবে। কিছুই হয়নি। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের কথায়, “নোটবাতিলের পরেও বলা হয়েছিল, কালো টাকা থেকে মুক্ত পাবে অর্থনীতি। পাশাপাশি জাল টাকা ও সন্ত্রাসবাদীদের হাতে অর্থের জোগানও বন্ধ হবে। আমরা সবাই জানি যে এ সব কোনওটাই বাস্তবে ঘটেনি। শুধু বক্তৃতায় চিঁড়ে ভেজে না। মাটিতে দাঁড়িয়ে কিছু করে দেখাতে হয়। সে কাজে সম্পূর্ণ ব্যর্থ মোদী সরকার।”
কংগ্রেস নেতা রাহুল গাঁধীও সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁর কথায়, “আমরা ক্ষমতা দখলের জন্য কখনও মিথ্যে প্রতিশ্রুতি দিইনি, দেবও না। মোদীজিই বরং লোকসভা ভোটের আগে স্বপ্ন দেখিয়েছিলেন, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে সকলের অ্যাকাউন্টে দেওয়ার। কিন্তু পরে নোটবন্দি করে সাধারণ মানুষের টাকায় তাঁর বন্ধু শিল্পপতিদের ঋণ মকুব করেছেন তিনি।’’