Advertisement
০৫ মে ২০২৪

বিদেশি খুঁজতে ই-ট্রাইবুনালের সিদ্ধান্ত মোদী সরকারের

অবৈধ অভিবাসীদের জন্য বায়োমেট্রিক ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০১:৫০
Share: Save:

অসমে এ বার বিদেশিদের জন্য ই-ট্রাইবুনাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিদেশি ট্রাইবুনালের পাশাপাশি কাজ করবে এই ব্যবস্থা। দু’টির কাজ অবশ্য দুই ধরনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, অবৈধ অভিবাসীদের জন্য তারা বায়োমেট্রিক ভিত্তিক রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে। ই-ট্রাইবুনাল এরই অঙ্গ। এটি আসলে সেন্ট্রাল ডিজিটাল ডাটাবেস।

বিদেশি ট্রাইবুনাল, পুলিশের সীমান্ত শাখা এবং এনআরসি থেকে অবৈধ ভাবে বসবাসকারীদের রেকর্ড সংগ্রহ করবে এরা। ই-ট্রাইবুনালই চূড়ান্ত ভাবে তাঁদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যানকার্ড ইত্যাদি বাজেয়াপ্ত করবে। ওই সব নথি যেন তাদের সন্তানরাও তৈরি করতে না-পারে, সে দিকেও নজরদারি করবে ই-ট্রাইবুনাল। মূল লক্ষ্য, ডিটেনশন ক্যাম্পে আটক করতে দেরি হলেও অনুপ্রবেশকারীরা যেন সরকারি সুযোগসুবিধা না পায়।

আরও পড়ুন: জেলে জেলা কমিটি, যোগী-রোষে বামেরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi E-Tribunal Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE