Advertisement
০৫ মে ২০২৪
Women

চিনা সাবমেরিনে এ বার নজর রাখবে ভারতীয় নৌসেনার মহিলা বাহিনী

শত্রু পক্ষের সাবমেরিন ভারতের জলসীমায় ঢুকে পড়লে, তা ধ্বংস করার মতো উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ২১:১০
Share: Save:

চিনা সাবমেরিনের নজরদারিতে এ বার মহিলা নৌসেনা নিয়োগ করা হল। ভারত মহাসাগরের উপর বিশেষ বিমান থেকে এই নজরদারি চালানো হবে। সেনা সূত্রে খবর, প্রাথমিক ভাবে এ কাজের জন্য তিরিশ জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে এই সংখ্যাটা বাড়ানো হবে।

নৌসেনার তরফে জানানো হয়েছে, মার্কিন প্রযুক্তিতে তৈরি পি৮ এবং রাশিয়ান প্রযুক্তিতে তৈরি আইওয়ান৩৮ বিমান থেকে নজরদারি চালাবেন ওই বাহিনী। নজরদারির পাশাপাশি, যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ তাঁদের দেওয়া হয়েছে। শত্রু পক্ষের সাবমেরিন ভারতের জলসীমায় ঢুকে পড়লে, তা ধ্বংস করার মতো উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁদের। এ প্রসঙ্গে ভাইস অ্যাডমিরাল একে চাওলার দাবি, পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে সক্ষম মহিলা যোদ্ধারা।

আরও পড়ুন : বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

ইতিমধ্যেই দেশের সাইবার ক্ষেত্রকে নিরাপদ করতে মহিলা সেনার হাতে দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী। সম্প্রতি এ কথা জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তার পর এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE