Advertisement
০৮ মে ২০২৪

কাশ্মীর ইস্যুতে ‘কালা দিবস’ পালনের ডাক নওয়াজ শরিফের

কাশ্মীরে ভারতীয় সেনার অত্যাচারের প্রতিবাদে বুধবার দেশজুড়ে ‘কালা দিবস’-এর ডাক দিল পাকিস্তান। হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে যে ভাবে উত্তাল হয়ে উঠেছিল গোটা উপত্যকা, যে ভাবে পুলিশ-জনতার সংঘর্ষে নিহত হয়েছিলেন সাধারণ মানুষ তারই প্রতিবাদে ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরিফ সরকার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০৫:১৯
Share: Save:

কাশ্মীরে ভারতীয় সেনার অত্যাচারের প্রতিবাদে বুধবার দেশজুড়ে ‘কালা দিবস’-এর ডাক দিল পাকিস্তান। হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে যে ভাবে উত্তাল হয়ে উঠেছিল গোটা উপত্যকা, যে ভাবে পুলিশ-জনতার সংঘর্ষে নিহত হয়েছিলেন সাধারণ মানুষ তারই প্রতিবাদে ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরিফ সরকার। জানানো হয়েছে, কাশ্মীরের ‘মানবাধিকার লঙ্ঘন’-এর প্রতিবাদে আগামী কাল দেশজুড়ে ‘কালা দিবস’ পালিত হবে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মিছিল ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও হবে। কাশ্মীরিদের সমর্থনে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা হাতে বাঁধবেন কালো ব্যান্ড। আয়োজন হয়েছে বিশেষ প্রার্থনারও। এমনকী পাক বংশোদ্ভূতরাও যিনি যে দেশে আছেন, সেখানকার পার্লামেন্ট ও রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ দেখাবেন বলে জানানো হয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, “কাশ্মীরিদের লড়াইয়ের পাশে রয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক ভাবেও সহযোগিতা করবেন তাঁরা।” পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দিয়ে ভারত সরকার বলেছে, শরিফ যেন এ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kashmir Nawaz sharif
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE