Advertisement
০৭ মে ২০২৪

অসমে চালু ‘টকা-পয়সা’ অ্যাপ

রাজ্যে নগদহীন লেনদেন জনপ্রিয় করতে অসমের নিজস্ব ই-ওয়ালেট ‘টকা-পয়সা’ চালু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত জানান, সব রাজ্যে নগদহীন লেনদেন জনপ্রিয় করার নির্দেশ দিয়েছে নীতি আয়োগ।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০১:৩২
Share: Save:

রাজ্যে নগদহীন লেনদেন জনপ্রিয় করতে অসমের নিজস্ব ই-ওয়ালেট ‘টকা-পয়সা’ চালু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত জানান, সব রাজ্যে নগদহীন লেনদেন জনপ্রিয় করার নির্দেশ দিয়েছে নীতি আয়োগ। সেই উদ্দেশেই রাজ্যে আগামী কাল শঙ্করদেব কলাক্ষেত্রে শুরু হবে দু’দিন ব্যাপী ‘ডিজি ধন মেলা’। সেখানেই ওই ‘টকা-পয়সা’ অ্যাপ ও অনলাইন ই-ওয়ালেটের উদ্বোধন করা হবে। মোবাইলে ওই অ্যাপে অসমিয়া, বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকছে। পে-টিমের ধাঁচেই কাজ করবে অসমের ‘টকা-পয়সা’। মন্ত্রী জানান, মেলায় অংশ নিচ্ছে সবজি বিক্রেতা, ব্যাঙ্ক, টেলিকম, তথ্য-প্রযুক্তি সংস্থা-সহ প্রায় দেড়শো প্রতিষ্ঠান। গোটা মেলায় নগদ লেনদেন হবে না। সব বিনিময় হবে অনলাইন, কার্ড বা অ্যাপের মাধ্যমে। আম জনতাকে অনলাইন লেনদেনের বিভিন্ন পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হবে। গোটা চত্বরে থাকবে বিনামূল্যের ওয়াইফাই হটস্পট। মেলার মাঠেই অ্যাপ ডাউনলোড করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু ও উত্তর-পূর্ব উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র সিংহ মেলায় আসবেন। সব জেলার জেলাশাসককে মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

App Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE