Advertisement
১৯ মে ২০২৪

দায়িত্বে নির্মল

ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি হলেন নির্মল লাংথাসা। তিনি প্রাক্তন বিধায়ক গোবিন্দ চন্দ্র লাংথাসার ছেলে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:১০
Share: Save:

ডিমা হাসাও জেলা কংগ্রেস সভাপতি হলেন নির্মল লাংথাসা। তিনি প্রাক্তন বিধায়ক গোবিন্দ চন্দ্র লাংথাসার ছেলে।

বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী বীরভদ্র হাগজারের কাছে দলীয় প্রার্থীর পরাজয়ের পর, নৈতিক দায়িত্ব স্বীকার করে জেলা কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মহেন্দ্র কেম্প্রাই। তারপর থেকেই নির্মল লাংথাসার নাম ওই পদের জন্য উঠে আসছিল। আজ হাফলং রাজীব ভবনে সাংবাদিক বৈঠকে নির্মল বলেন, ‘‘ভোটের ফলাফল ঘোষণার পর কংগ্রেস ছেড়ে অনেকে বিজেপিতে যোগ দেন। যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের জন্য কংগ্রেসের রাস্তা বন্ধ হয়েছে। এ বার নতুন করে জেলা কংগ্রেসকে সাজাতে হবে।’’

এ দিকে, পদ ছাড়ার কারণ হিসেবে মহেন্দ্র কেম্প্রাই বলেছেন, ‘‘দলের জন্য অনেক কিছু করেছি কিন্তু প্রতিদানে কিছুই পাইনি। গত ২৭ জানুয়ারি আমার দাদা জীবন কেম্প্রাইকে অপহরণ করার পর তৎকালীন তরুণ গগৈ সরকার ও কংগ্রেস নেতৃত্ব আমাকে কোনও সাহায্য করেনি। তাই আমি কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেই।’’ এ দিনের সাংবাদিক বৈঠকে নির্মল লাংথাসা কেন্দ্রের এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলার বড়ো জনগোষ্ঠীকে পার্বত্য উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস তা কখনও মানবে না। বড়ো জনগোষ্ঠী সমস্ত দিকেই এগিয়ে। তাঁদের পার্বত্য উপজাতির স্বীকৃতি দিলে পাহাড়ে বসবাসকারী অন্য উপজাতি জনগোষ্ঠীর মানুষ প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

President Nirmal Langthasa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE