প্রায় ৭৬ মিনিটের বক্তৃতা। তার মধ্যে অন্তত ১৬ বার ‘ক্রোনি’ শব্দের উচ্চারণ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের পরেই কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, এই বাজেট ‘ক্রোনি ক্যাপিটালিস্ট’ বা বন্ধু শিল্পপতিদের জন্য। তিন কৃষি আইন নিয়েও একই অভিযোগ উঠেছে। বলা হয়েছে, দুই শিল্পপতি বন্ধুর জন্যই কৃষি আইন। সংসদে বাজেট বিতর্কেও এরই তির ধেয়ে এসেছে অর্থমন্ত্রীর দিকে। আজ লোকসভায় কিন্তু সবথেকে বেশিবার ‘ক্রোনি’ শব্দটা শোনা গেল।
কখনও তিনি বললেন, ‘‘আমাদের কাছে ‘ক্রোনি’ দেশের আমজনতা।’’ কখনও যুক্তি দিলেন, গ্রামের রাস্তা, বিনামূল্যে রান্নার গ্যাস, রেশন কি ‘ক্রোনি’দের জন্য? অর্থমন্ত্রীর মুখে এত বার ‘ক্রোনি’ শুনে তৃণমূলের সৌগত রায়ের মতো অনেকেই কটাক্ষ করলেন, অর্থমন্ত্রী এত বার ‘ক্রোনি’, ‘ক্রোনি’ কেন করছেন?