Advertisement
১৬ মে ২০২৪
Nastional news

মোদীকে টেক্কা দিতে কৃষক অস্ত্রে শান নীতীশের

২০১৬ সালের খরিফ মরশুমে বিহার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল ৪৯৫ কোটি টাকা। কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পরেও কৃষকরা পেয়েছিলেন মাত্র ২২১ কোটি টাকা।

মোদীকে ছাপিয়ে আলাদা কৃষকবিমা নীতীশের।

মোদীকে ছাপিয়ে আলাদা কৃষকবিমা নীতীশের।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ১৮:২২
Share: Save:

বিহারে কে হবেন এনডিএ-র মুখ? নীতীশ কুমার নাকি নরেন্দ্র মোদী? লোকসভায় নির্বাচনের আগে এ নিয়ে যখন শরিকি লড়াই তীব্র হচ্ছে, ঠিক সেই সময় কৃষক বিমায়কিন্তু মোদীকে টেক্কা দিতে মরিয়া চেষ্টা চালালেন তাঁরই জোটসঙ্গী নীতীশ কুমার।

কেন্দ্রের ফসল বিমার বিকল্প হিসেবে তিনি নিজের রাজ্যের জন্য নতুন বিমা চালু করতে চলেছেন। সেই বিমার নাম— বিহার রাজ্য ফসল সহায়তা যোজনা। নীতীশ প্রশাসনের দাবি, কেন্দ্রীয় বিমায় কৃষকরা যে সুবিধা পান, তার থেকে বেশি সুবিধা মিলবে রাজ্যের বিমায়।

এমনিতেই মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ বেড়েই চলেছে।‘গাঁও বন্‌ধ’ নাম দিয়ে দেশের আট রাজ্যের কৃষকরা নেমেছেন বিক্ষোভ-আন্দেলনে।কৃষকরা ফসলের জোগান বন্ধ করেদেওয়ায় মধ্যপ্রদেশ, রাজস্থান কিংবা পঞ্জাবের মতো রাজ্যগুলোর সঙ্গিন দশা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এনডিএ-তে থেকেও বিকল্প ‘ফসল বিমা’ ঘোষণা করে নিজেকে কৃষকবন্ধু প্রমাণের চেষ্টা চালাচ্ছেন নীতীশ কুমার। এর সঙ্গে কেন্দ্রীয় বিমাকে প্রকারন্তরে খারিজ করে নিজের রাজ্যের কৃষকদের নীতীশ বোঝাতে চাইছেনন, এনডিএ-তে থাকলেও বিহারের আসল মুখ তিনিই।

কেন্দ্রীয় ফসল বিমা প্রকল্পে কেন্দ্র ও রাজ্যেকে দিতে হয় ৪৯ শতাংশ করে । বাকি দুই শতাংশ দেন কৃষকরা। বিহারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি অতুল প্রসাদের দেওয়া হিসেব অনুযায়ী, ২০১৬ সালের খরিফ মরশুমে বিহার সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল ৪৯৫ কোটি টাকা। কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পরেও কৃষকরা পেয়েছিলেন মাত্র ২২১ কোটি টাকা। কিন্তু নীতীশ সরকারের নতুন বিমায় কৃষকদের টাকা দিতে হবে না।

আরও পড়ুন: বৈঠকের আগে অস্বস্তি, মোদী-অমিতকে তোপ শিবসেনা মুখপত্রে

আরও পড়ুন: পকেটে ফাটল মোবাইল, হুলুস্থুল মুম্বইয়ের রেস্তোরাঁয়

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা নতুন বিমার মধ্যে দিয়ে এক ঢিলে খুব সম্ভবত দুই পাখি মারলেন নীতীশ। লোকসভা ভোটের দিকে তাকিয়ে জিতে নেওয়ার চেষ্টা করলেন কৃষকদের সমর্থন। পাশাপাশি চাপে পেলে দিলেন এনডিএ-র বড় শরিক বিজেপিকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar Nitish Kumar Narendra Modi বিহার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE