রেস্তোরাঁয় দুপুরের খাওয়া সারছিলেন এক ব্যক্তি। তার মাঝেই ঘটল বিপত্তি।
আচমকাই ওই ব্যক্তির পকেটে থাকা মোবাইল ফোন বিকট শব্দ করে ফেটে যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই ব্যক্তি। দ্রুত মোবাইলটি ছুড়ে ফেলে দেন সামনের টেবিলে। ততক্ষণে ধোঁয়ায় ভরে গিয়েছে রেস্তোরাঁর বিশাল ঘর। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিয়েছেন বাকি লোকজন। মোবাইল ফাটার শব্দ, ধোঁয়া ও সেই সঙ্গে মানুষজনের দৌড়োদৌড়ি, সব কিছু মিলিয়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা।
দু’দিন আগে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্দুপ এলাকায়। গোটা ঘটনাটাই ধরা পড়েছে রেস্তোরাঁয় লাগানো সিসিটিভি ফুটেজে। সম্প্রতি এই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির বুক পকেটে রাখা ছিল মোবাইলটি।
হঠাৎই কান ফাটানো আওয়াজ ও ধোঁয়ায় ভরে যায় চারদিক। খুব দ্রুত ওই ব্যক্তি তাঁর মোবাইলটি ছুড়ে ফেলে দেন। না হলে বড় অঘটন ঘটতে পারত বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন:
#WATCH: Mobile phone blasts in man's pocket in Mumbai's Bhandup. (Source: CCTV Footage) (4.6.2018) pic.twitter.com/2oC9uudHq6
— ANI (@ANI) June 5, 2018
রেলে কমছে খাবার-লাগেজের ওজন, নিয়ম ভাঙলে জরিমানা ছ’গুণ
‘কুবের-চাবি’ উধাও, রত্নভাণ্ডার খোলার দাবি
পুলিশ জানিয়েছে, ওই বিস্ফোরণে সামান্য চোট পেয়েছেন ওই ব্যক্তি। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।