Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ড্যামেজ কন্ট্রোলে লালু-নীতীশ বৈঠক

এক জন যখন অন্য জনকে পরোক্ষে ‘সাপ’ বলে কটাক্ষ করছেন, অন্য জন তখনই আবার ঘুরিয়ে স্বৈরতান্ত্রিক বলে মন্তব্য করে বিতর্ক বাড়াচ্ছেন। গত কয়েক দিন ধরে চলা বিতর্কে রাশ টানতে অবশেষে বৈঠক করলেন বিহারের দুই নেতা নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১৩:২৮
Share: Save:

এক জন যখন অন্য জনকে পরোক্ষে ‘সাপ’ বলে কটাক্ষ করছেন, অন্য জন তখনই আবার ঘুরিয়ে স্বৈরতান্ত্রিক বলে মন্তব্য করে বিতর্ক বাড়াচ্ছেন। গত কয়েক দিন ধরে চলা বিতর্কে রাশ টানতে অবশেষে বৈঠক করলেন বিহারের দুই নেতা নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদব। চন্দন-সাপ বিতর্কে লালু-নীতীশ সম্পর্কের যে টানাপড়েন চলছিল কয়েক দিন ধরে, বেগতিক বুঝে এ বার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। টুইট-কাণ্ডে ক্ষুব্ধ লালুপ্রসাদের মান ভাঙাতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ আচমকাই তাঁর বাড়িতে গিয়ে হাজির হন নীতীশ। প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন দুই নেতা। তবে কী কথা হয়েছে তা নিয়ে দু’জনের কেউই কিছু জানাতে চাননি।

দিন কয়েক আগে তাঁর এবং লালুপ্রসাদের সম্পর্কে মুম্বইয়ের বাসিন্দা এক ব্যাক্তির প্রশ্নের জবাবে নীতীশ কুমার টুইটারে চন্দন গাছ এবং সাপের প্রসঙ্গ টেনে এনেছিলেন। সরাসরি নাম না করলেও তিনি আদপে লালুকেই সাপের সঙ্গে তুলনা করতে চেয়েছিলেন তা নিয়ে সরগরম হয়ে ওঠে বিহারের রাজনীতি। পরে যদিও তিনি জানান, বিজেপিকে উদ্দেশ্য করেই তাঁর এই কটাক্ষ। কিন্তু তা মানতে চাননি অনেকেই। লালুও পাল্টা বিষের দাওয়াই দিতেও ছাড়েনি নীতীশকে। এর পরই মান ভাঙাতে আচমকা লালুর বাড়িতে গিয়ে হাজির হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE